Shweta Bhattacharya-Moumita Chakraborty: 'মুখোশ যদি খুলে যায়...', নাম না করে শ্বেতার কোন সত্যি ফাঁস করলেন মৌমিতা?

Shweta Bhattacharya Controversy: নাম না করে ২০১৮ সালে 'কনক কাঁকন' ধারাবাহিকে শ্বেতার সঙ্গে কাজের তিক্ত অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী।

Shweta Bhattacharya Controversy: নাম না করে ২০১৮ সালে 'কনক কাঁকন' ধারাবাহিকে শ্বেতার সঙ্গে কাজের তিক্ত অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রকাশ্যে কোন সত্যি?

Bengali Serial: সম্প্রতি একটি পডকাস্টে নিজের মত প্রকাশের পরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাঙালি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। হাতকাটা পোশাকে স্বচ্ছন্দ নন-শরীর বেচে কাজ করবেন না এমন কিছু মন্তব্যের পরই রোষের মুখে রুবেল ঘরনি। সোশ্যাল মিডিয়ায় শ্বেতার মন্তব্যের কাটাছেঁড়া চলছেই। নিজের পক্ষে সাফাই দিয়ে বলেছেন, তিনি কাউকে অপমান করার জন্য কথাগুলো বলেননি। শ্বেতার মনে হয়েছে তাঁর চেহারার সঙ্গে স্লিভলেস পোশাক মানানসই নয়, তাই তিনি পরেন না। যাঁরা এই ধরনের পোশাক পরেন তাঁদেরকে দেখতে ভাল লাগে বলেও জানান ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। এর মাঝেই যেন কেঁচো খুড়তে কেউটে! নাম না করে ২০১৮ সালে 'কনক কাঁকন' ধারাবাহিকে শ্বেতার সঙ্গে কাজের তিক্ত অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা-চওড়া পোস্ট শেয়ার করেছেন। যা দেখে স্পষ্টত বোঝাই যাচ্ছে কার দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৌমিতা। পোস্টের শুরুতেই লিখেছেন, '২০১৮ সাল। কনক কাঁকন সিরিয়ালের সেট। প্রায় ২০০ জনের সামনে সেই সিরিয়ালের মিষ্টি মুখের দুই নায়িকার মধ্যে এক নায়িকা অভিনেত্রী আমাকে প্রকাশ্যে অপমান করলেন। আমি নাকি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, আমার নাকি কথার জড়তা ভাঙেনি, আমি নাকি ভীষণ কুৎসিত ও অসুস্থ। তাও আমি কী করে অভিনয়ের সুযোগ পাই!' 

আরও পড়ুন 'কম্প্রোমাইজ না করেও সফল হওয়া যায়', স্লিভলেস ব্লাউজ পরার প্রস্তাবে কী করেছিলেন শ্বেতা?

Advertisment

শ্বেতার কিউটনেসের তারিফ করে টেলিপাড়া থেকে বাংলা মেগার দর্শক। তাই মৌমিতার পোস্টে শ্বেতাকেই ইঙ্গিত করা হয়েছে তা বেশ স্পষ্ট। মৌমিতার অভিযোগ, ফ্লোর থেকে বেরোতেই প্রযোজকের ফোনে আরও তীব্র আঘাত পান। তাঁকে বলা হয় সেই নায়িকা বহুবছর ধরে নাকি ইন্ডাস্ট্রিতে রয়েছেন। বয়স, অভিজ্ঞতায় অনেক সিনিয়র তাই ক্ষমা চাওয়া উচিত। প্রযোজকের কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে জ্ঞান হারান মৌমিতা। 

অভিনেত্রীর সংযোজন, 'পরে ক্রিউ মেম্বারদের থেকেই জানতে পারলাম যে সেই অভিনেত্রীই নাকি সেই সিরিয়ালে কারা কাজ করবেন তা ঠিক করেন। আর অসংখ্য মানুষের সঙ্গে এইরকম ব্যবহার করেছেন। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম  খেতে না পেলেও, মরে গেলেও , সম্মান বিসর্জন দিয়ে ইন্ডাস্ট্রি তে বাঁচব না। আজ আমার নতুন করে পাওয়ারও কিছু নেই আর হারাবার কিছু নেই। তাই সত্যিটা বলছি। আজ যাকে দর্শক অন্ধ ভালোবাসা দেন। তাঁর মুখোশ যদি খুলে যায় আমি নিশ্চিত যে একজনও আর সেই মানুষটির প্রতি শ্রদ্ধা বা ভালবাসা দেখাবেন না।'

আরও পড়ুন ছোট বা স্লিভলেস ড্রেস মানেই খারাপ চরিত্র নয় আর গ্ল্যামার মানেই শরীর প্রদর্শন না: সৌমি পাল

কঠিন সময়ে একমাত্র পাশে পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে-কে। তাঁর প্রসঙ্গে মৌমিতার সংযোজন, 'সেই মুহূর্তে একমাত্র দীপঙ্কর দে আমার পাশে দাঁড়ালেন। প্রতিবাদ করলেন। বুঝলাম যে জাত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন মহৎ মানুষও।'

Bengali Serial Sweta Bhattacharya