Munawar Faruqui Mother Death: 'বাবার অত্যাচারেই বিষ খেয়ে...', মায়ের মৃত্যুর পর পরিবার নিয়ে বিস্ফোরক মুনাওয়ার

Munawar Faruqui: কিশোর বয়সে মায়ের মৃত্যুর পরও পরিবার মুনাওয়ারকে শোক প্রকাশে বাধা দিয়েছে। বাবার প্রতি কেন ঘৃণা জন্ম জন্মেছিল সেই সব সত্যি প্রকাশ্যে আনলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান।

Munawar Faruqui: কিশোর বয়সে মায়ের মৃত্যুর পরও পরিবার মুনাওয়ারকে শোক প্রকাশে বাধা দিয়েছে। বাবার প্রতি কেন ঘৃণা জন্ম জন্মেছিল সেই সব সত্যি প্রকাশ্যে আনলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

যন্ত্রণাদায়ক অতীত

Munawar Faruqui Abusive Father: মুনাওয়ার ফারুকি, বিভিন্ন সময়ে একাধিক বিতর্কে জড়িয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছে একটা বিরাট ফ্যানবেস। সম্প্রতি বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকি শৈশবের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। প্রখর গুপ্তর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে কিশোর বয়সে মায়ের মৃত্যুর পরও পরিবার তাঁকে শোক প্রকাশে বাধা দিয়েছে। বাবার প্রতি কেন ঘৃণা জন্ম জন্মেছিল তাঁর সেই সব সত্যি প্রকাশ্যে আনলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান।

Advertisment

মুনাওয়ার জানান, তাঁর মা দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে মারাত্মক নির্যাতনের শিকার হয়েছিলেন। স্মৃতিচারণ করে বলেন, 'মা খুব ধৈর্যশীল ছিলেন কিন্তু সেই ধৈর্যেরও একটা সীমা আছে। আমার বয়স তখন মাত্র ১৩ বছর। হঠাৎ একদিন সকালে জানতে পারলাম মা হাসপাতালে। সেখানে গিয়ে শুনলাম তিনি বিষ খেয়েছিলেন। কিন্তু পরিবার সেই সত্যি গোপন করেছিল। একজন নার্স যিনি মায়ের দিকের আত্মীয় ছিলেন তিনিই আমাকে আসল ঘটনা জানান। মাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো গেল না'। 

Advertisment

আরও পড়ুন হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ানের ৫ বছরের সন্তান, কী হয়েছে ছোট্ট সোনার?

তিনি আরও জানান, মায়ের মৃত্যুর পর তাঁকে শোকপ্রকাশটুকু পর্যন্ত করতে দেওয়া হয়নি। মুনাওয়ার ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'পরের দিন সকালেই আমাকে নানান কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আমাকে বলা হয়েছিল কেঁদে লাভ নেই, শক্ত হতে হবে। সকলের দেখাশোনা করতে হবে। আমি মন থেকে ভেঙে পড়েছিলাম, কিন্তু বাইরে থেকে দেখে মনে হত আমি স্বাভাবিক। তখন সবার উপর খুব রাগ গিয়েছিলাম। তবে পরবর্তীতে সবাইকে ক্ষমা করে দিই।'

বাবার প্রসঙ্গে খোলাখুলি বলেন, 'প্রথমে বাবার প্রতি আমার খুব ঘৃণা জন্মেছিল। কিন্তু মায়ের মৃত্যুর দু’বছর পর বাবার স্ট্রোক হয়। শরীরের ৮০ শতাংশ পক্ষাঘাতে অচল হয়ে যায়। ১১ বছর ওই অবস্থায় দিন কেটেছে। তখন মনে হয়েছিল, হ্যাঁ, তিনি ভুল করেছিলেন, কিন্তু তাঁরও শাস্তি পেয়েছেন। তখন নিজেকে প্রশ্ন করতাম—আমি কীভাবে ঘৃণা করব তাঁকে? উনি তো একাই। আমি ছাড়া আর তো কেউ নেই। তখন থেকেই ক্ষমা করা শিখেছি।'

আরও পড়ুন 'বিয়ের দু'দিন আগে হাসপাতালে...', জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ মুনাওয়ার ফারুকির

Munawar Faruqui