/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubeen1-2025-09-19-17-50-43.jpg)
নতুন কী প্রমাণ?
Zubeen Garg Death Case Update: ১৯ সেপ্টেম্বর প্রয়াত সংগীতশিল্পীর স্মৃতি উসকে শহরের বাইরে পারফর্ম করতে গিয়ে আর ফেরা হল না বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গের। তাঁর মৃত্যুতদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সত্যিই স্কুবা ডাইভিংয়ের সময় জলে ডুবে মৃত্যু নাকি খুন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জুবিনের মৃত্যুতদন্তের সঠিক বিচারের জন্য SIT গঠনের নির্দেশও দিয়েছেন। তদন্ত চলাকালীন গ্রেফতার হয়েছে জুবিনের বেশ কিছু ঘনিষ্ঠ ব্যক্তি।
সেই তালিকায় রয়েছেন তাঁর তুতো ভাই থেকে আপ্তসহায়ক, অনুষ্ঠানের আয়োজক সহ আরও অনেকে। জুবিনের ব্যান্ডের এক সদস্যের দাবি, ম্যানেজার অর্থাৎ আপ্ত সহায়ক ও আয়োজক মিলিতভাবে বিষক্রিয়ার মাধ্যমে জুবিনকে পরিকল্পনামাফিক খুন করেছেন। এবার তদন্তের অংশ হিসেবে সিআইডি অফিসে হাজির খ্যাতনামা গায়ক, সুরকার ও সংগীত পরিচালক মানস রবিন।
আরও পড়ুন 'ম্যানেজার তো জানত ওঁর...', আয়োজককেও কাঠগোড়ায় তুলে তদন্তের দাবি, জুবিনের মৃত্যুতে বিস্ফোরক স্ত্রী
সিআইডি অফিসে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মানস রবিন। তাঁর কথায়, 'জুবিনের অন্ত্যেষ্টির দিন আমি বলেছিলাম আমার কাছে কিছু প্রমাণ আছে। আমি এই প্রমাণগুলো এসআইটি-কে জমা দেব। তবে এই মুহূর্তে তা প্রকাশ করতে পারব না। এগুলো হয়তো এসআইটি-কে আরও তথ্য সংগ্রহে সাহায্য করবে।' রবিনের সহযোগিতা তদন্তের বিশেষ দল (SIT)-এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সিআইডি ও এসআইটি সক্রিয়ভাবে সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহের মাধ্যমে জুবিনের মৃত্যুর তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রয়াত গায়কের প্রতি ইন্ডিয়ান আইডল ১৬-এর মঞ্চ থেকে সম্মান প্রদান করা হয়েছে। কিংবদন্তি শিল্পীকে স্মরণ করেছেন শ্রেয়া ঘোষাল ও প্রতিযোগী সত্যেন্দ্র। যৌথভাবে পরিবেশন করেছেন জুবিনের জনপ্রিয় গান 'মায়াবিনী'। ইন্ডিয়ান আইডল ১৬-এর এই পর্বটি ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অল্প সময়ের মধ্যেই এই ভিডিওতে লাইক-কমেন্টের বন্যা।
আগামী ১৮ অক্টোবর সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। তার আগে প্রোমোতে দেখা যাচ্ছে বিশাল দাদলানি, প্রতিযোগী সত্যেন্দ্র ও শ্রেয়া ঘোষাল একসঙ্গে জুবিনের গানের কয়েক কলি গাইছেন। প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ বিশাল। তাঁর কণ্ঠে শোনা গেল, 'জানে ক্যায়া জানে মন...'। গলা মেলালেন শ্রেয়া ও সত্যেন্দ্রও। এই পর্বের সম্প্রচারের জন্য অপেক্ষায় দর্শক।
আরও পড়ুন জুবিনের মৃত্যুতদন্তে নয়া মোড়, দুই দেহরক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন!