Nafisa Ali Stage 4 cancer: স্টেজ ৪ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই, কেমোথেরাপির পর চুল উঠে ন্যাড়া! ছবি পোস্ট করে কী বার্তা নাফিসার?

Nafisa Ali Chemotherapy: চিরুণিতে গুচ্ছ গুচ্ছ চুলের ছবি শেয়ার করে হেঁয়ালি করে লিখেছিলেন, 'এভাবেই কেমোথেরাপির পর আমার চুল উঠে যাচ্ছে। শীঘ্রই আমার মাথায় টাক হয়ে যাবে।' নাফিসা আলির সেই আশঙ্কাই সত্যি হল।

Nafisa Ali Chemotherapy: চিরুণিতে গুচ্ছ গুচ্ছ চুলের ছবি শেয়ার করে হেঁয়ালি করে লিখেছিলেন, 'এভাবেই কেমোথেরাপির পর আমার চুল উঠে যাচ্ছে। শীঘ্রই আমার মাথায় টাক হয়ে যাবে।' নাফিসা আলির সেই আশঙ্কাই সত্যি হল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nafisa

মাথা কামানো ছবি পোস্ট করে কী বার্তা?

Nafisa Ali Bald Look: সালটা ২০১৮, সেই বছর থেকেই শুরু হয়েছে ক্যানসারের সঙ্গে অদম্য লড়াই। চিকিৎসকের গাফিলতিতে রোগ নির্ণয়ে বিলম্ব হওয়ার মাশুল গুনতে হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রী নফিসা আলিকে। লড়াই শুরুর দিনগুলো থেকে বর্তমানে শারীরিক অবস্থার লেটেস্ট আপডেট শেয়ার করছেন। স্টেজ ৪ পেরিটোনিয়াল ক্যানসার আক্রান্ত নাফিসা আলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দেখান কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় কী ভাবে মাথার চুল ঝড়ে যাচ্ছে। তাঁর আদরের ছোট নাতি কাঁচি নিয়ে ঠাম্মির চুল কাটছে। তাই বর্ষীয়ান অভিনেত্রী মজা করে লিখেছেন, আমার চুল ঝরে যাওয়ার এই পরিস্থিতিতে নাতি-ই সাহায্য করছে। চিরুণিতে গুচ্ছ গুচ্ছ চুলের ছবি শেয়ার করে হেঁয়ালি করে লিখেছিলেন, 'এভাবেই কেমোথেরাপির পর আমার চুল উঠে যাচ্ছে। শীঘ্রই আমার মাথায় টাক হয়ে যাবে।' নাফিসা আলির সেই আশঙ্কাই সত্যি হল।

Advertisment

 অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে মাথা কামানো অবস্থায় দেখা যাচ্ছে। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, পাওয়ার পজেটিভিটি। নাফিসার নেড়া মাথার ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েছে আরোগ্য কামনা করেছেন। শারীরিক ও মানসিক কষ্টের মধ্যেও তাঁর বেঁচে থাকার অদম্য উৎসাহ সাহসীকতার সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া অনুপ্রেরণাদায়ক। 

আরও পড়ুন 'মুঠো মুঠো চুল উঠে এবার আমি...', কেমোথেরাপির পর বর্তমান পরিস্থিতি নিয়ে 'দুষ্টুমি' নাফিসার, দেখুন ছবি

Advertisment

চিকিৎসকরা প্রথমে ক্যানসার শনাক্ত করতে ব্যর্থ হয়েছিলেন। স্মৃতিচারণা করে দ্য কুইন্টকে বলেন, '২০১৮ সালে যখন প্রথমবার ক্যানসার ধরা পড়ে। আমি জানতাম আমার শরীরে কিছু একটা সমস্যা হয়েছে। আমি প্রতিদিন গোয়াতে হাঁটতাম, কিন্তু হঠাৎ করেই অস্বাভাবিক ক্লান্তি অনুভব করতে শুরু করি। তখনই বুঝেছিলাম এটা কোনও সাধারণ ব্যাপার নয়।' এরপর বহু চিকিৎসকের কাছে গেলেও কেউ রোগ নির্ণয় করতে পারেননি। অনেকে অ্যান্টিবায়োটিকও লিখে দিয়েছিলেন, কেউ আবার বলেছিলেন যক্ষায় আক্রান্ত । অবশেষে নাফিসা চিকিৎসকের অনুমতি নিয়ে পেট স্ক্যান করালে অভিনেত্রীর সন্দেহই সঠিক হয়। 

স্টেজ ৩ ক্যানসারের সঙ্গে লড়াই করার সাত বছর পর ফের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। তাঁর কথায়, 'আমি অস্ট্রেলিয়া থেকে ফিরেছিলাম। তিন বছর আগে একবার রিলাপ্স হয়েছিল তখন চিকিৎসা হয়েছিল। কিন্তু রুটিন PET স্ক্যানে ধরা পড়ল এটা স্টেজ ৪। অস্ত্রোপচার সম্ভব নয়। চিকিৎসকরা বললেন, কেমো ট্রাই করবেন। আমি শুধু  মনোবলের জন্য প্রার্থনা করছি।' নফিসা তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেন ১৯৭৯ সালে 'জুনুন' ছবি দিয়ে। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের বিপরীতে 'ঊঁচাই'-তে।

আরও পড়ুন: ক্যানসার নির্ণয়ে চিকিৎসকের গাফিলতি, স্টেজ ৪-এ পৌঁছে ভয়ংকর অভিজ্ঞতা ভাগ অমিতাভের সহ অভিনেত্রীর

bollywood actress cancer