Advertisment
Presenting Partner
Desktop GIF

Naga-Shobhita Wedding Gift : শোভিতার সঙ্গে বিয়ের বন্ধনে নাগা, ছেলে-বউমাকে কত কোটির উপহার শ্বশুর নাগার্জুনের?

Naga-Shobhita Wedding : সামান্থাকে ভুলে শোভিতার সঙ্গে নতুন জীবন শুরু করছেন নাগা চৈতন্য। ছেলে-বউমাকে কী উপহার দিলেন নাগার্জুন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কবে রুপকথার বিয়ে সারবেন নাগা-শোভিতা?

ছেলে বউমাকে কী উপহার নাগার্জুনের?

Nagarjuna Gift For Naga-Shobhita : বিয়ের বাকি আর মাত্র চার দিন। তারপরই চার হাত এক করে জীবনের নতুন জার্নি শুরু করবেন দক্ষিণী তারকাযুগল নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। তার আগে ২৯ নভেম্বর দক্ষিণী রীতি মেনে হয়ে গেল মঙ্গলস্নান ও গায়ে হলুদের অনুষ্ঠান। অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে সেই ছবিও। উল্লেখ্য, নাগা-শোভিতার বিয়ের কার্ডও সোশ্যাল মিডিয়াতেই ফাঁস হয়েছে, যেখান থেকে বিয়ের তারিখ প্রকাশ্যে এসেছে। লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছেলে-বউমাকে বিয়েতে বিলাসবহুল গাড়ি দিয়েছেন শ্বশুরমশাই, নাগার্জুন। প্রায় আড়াই কোটির গাড়ি উপহার দিয়েছেন বলেই খবর। যদিও সেই প্রসঙ্গে নাগা চৈতন্য বা নাগার্জুন অবশ্য কোনও মন্তব্য করেননি। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ব্র্যান্ড নিউ বিলাসবহুল গাড়ির ছবি ও ভিডিও। জানা যাচ্ছে, নাগা-শোভিতাকে Lexus LM MPV উপহার দিয়েছেন নাগার্জুন। উন্নতমানের ফিচার রয়েছে এই গাড়িতে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এই মডেলের গাড়ির দাম শুরু হচ্ছে ২.১ কোটি থেকে। ইলেকট্রিক গাড়ি হওয়ার দরুণ পরিবেশ দূষণও হবে না। এই খবরে পরিবারের তরফে সিলমোহর পড়ে কিনা তারই অপেক্ষা।

আরও পড়ুন: অবসান, শুরু নাগা-শোভিতার প্রাকবিবাহ অনুষ্ঠান, ফাঁস গায়ে হলুদের ছবি

প্রসঙ্গত, ৫০ কোটি টাকায় নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ের ভিডিও স্ট্রিমিংয়ের সত্ত্ব বিক্রি হয়েছে। এই খবর নিয়ে চলছিল জোড়দার চর্চা। ভিগ্নেশ-নয়নতারার থেকে দ্বিগুণ বেশি খরচ করছেন নাগা-শোভিতা! চর্চার মাঝেই খবরের সত্যটা উড়িয়ে দিলেন লাল সিং চড্ডা খ্যাত দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। Zoom-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নাগা চৈতন্য জানিয়েছেন, 'এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এইরকম কোনও কিছুর সঙ্গেই আমরা যুক্ত নই। বিয়ের ভিডিও-র সত্ত্ব বিক্রি করিনি।'

আরও পড়ুন: ওটিটি-তে দেখা যাবে নাগা-শোভিতার বিবাহ অভিযান? বিয়ের ভিডিও স্বত্ব বিক্রি প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা

চলতি বছরের অগাস্টে বাগদান সেরেছেন নাগা-শোভিতা। যুগলের ছবি পোস্ট করে সুখবর দিয়েছিলেন তাঁরা। ২০২১-এ সামান্থার সঙ্গে ডিভোর্সের পর শোভিতার সঙ্গে শুরু হচ্ছে নতুন অধ্যায়। শোভিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, তেলুগু রীতি মেনে বিয়ে করতে সময় লাগবে আট ঘণ্টা। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন বলে সূত্রের খবর। 

Samantha Ruth Prabhu Naga Chaitanya divorce Naga Chaitanya South Film Industry
Advertisment