নাসিরুদ্দিনের মেয়ে হিবার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের

Heeba Shah: পোষা বেড়ালের স্টেরিলাইজেশন করাতে গিয়ে ক্লিনিকের কর্মীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যহার করেছেন অভিনেত্রী, এমনই অভিযোগ উঠেছে।

Heeba Shah: পোষা বেড়ালের স্টেরিলাইজেশন করাতে গিয়ে ক্লিনিকের কর্মীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যহার করেছেন অভিনেত্রী, এমনই অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Naseeruddin Shah’s daughter Heeba Shah accused of assaulting vet clinic staff

হিবা শাহ। ছবি: সোশাল মিডিয়া থেকে

নাসিরুদ্দিন শাহের মেয়ে হিবা শাহের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করা হয়েছে মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে। একটি পশুচিকিৎসা ক্লিনিকের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই নন-কগনাইজেবল ধারায় মামলা দুটি হয়েছে বলেই জানা গিয়েছে। হিবা শাহ মঞ্চ, ছোটপর্দা এবং ওয়েবে অত্যন্ত সুপরিচিত একজন অভিনেত্রী। ক্লিনিকের দুই কর্মচারীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে হিবার বিরুদ্ধে।

Advertisment

বলিউড হাঙ্গামা-র একটি প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসের মাঝামাঝি একটি ভেট ক্লিনিকে গিয়েছিলেন হিবা তাঁর বান্ধবীর দুটি পোষা বেড়ালের স্টেরিলাইজেশন করাতে। ওই ক্লিনিকের স্টাফেদের অভিযোগ, কয়েক মিনিট অপেক্ষা করতে বলাতেই নাকি হিবা তাঁদের সঙ্গে দু্র্ব্যবহার ও চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

আরও পড়ুন: আমার সিরিজের টিজার নিয়ে বিগ বি-র টুইট ঘুম কেড়ে নিল: সৌরভ চক্রবর্তী

Advertisment

ওই প্রতিবেদন অনুযায়ী, ওই সময় ক্লিনিকে অন্য একটি অপারেশন চলছিল। সেই কারণেই হিবাকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু কর্মীদের অভিযোগ, হিবা নাকি তখন অত্যন্ত রেগে যান এবং বলে ওঠেন, ''জানেন আমি কে?'' হিবার ব্যবহারে বিরক্ত হয়ে ক্লিনিকের কর্মীরা নাকি তাঁকে ক্লিনিক ছেড়ে চলেও যেতে বলেন। অন্যদিকে, হিবার অভিযোগ, বাদানুবাদটা কর্মীদের দিক থেকেই প্রথম শুরু হয়েছিল।

এই গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্লিনিকের সিসিটিভি ক্যামেরায়। আর তার ভিত্তিতেই দুটি মামলা দায়ের করা হয়েছে হিবার বিরুদ্ধে। তবে এই মামলা দুটি নন-কগনাইজেবল ধারায় করা হয়েছে। এই ধরনের মামলায় আদালতের নির্দেশে ওয়ারেন্ট এলে তবেই গ্রেফতার করা যেতে পারে। যদি কগনাইজেবল ধারায় মামলা দায়ের করা হয়, তবে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে পুলিশ।

আরও পড়ুন: ‘ধর্মেন্দ্রর মতোই হ্যান্ডসাম’! ববি দেওলের ছেলের ছবিতে উচ্ছ্বসিত নেটিজেনরা

হিবা এই ঘটনার পরে অত্যন্ত সমালোচনার মুখে পড়েছেন। তিনি যে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সেটা স্বীকার করেছেন ঠিকই কিন্তু এও বলেছেন যে কর্মীদের জানা উচিত ক্লিনিকে আগত ক্লায়েন্টের সঙ্গে কীভাবে কথা বলতে হয়।

bollywood Naseeruddin Shah Celeb Gossip