/indian-express-bangla/media/media_files/2025/07/08/cats-2025-07-08-11-19-02.jpg)
নীল অন্তর্বাসে নেহা
Neha Kakkar Trolled: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পারফর্ম করতে গিয়ে চরম বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা নেহা কক্কর। নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পরে পৌঁছনোর জন্য তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। যদিও নেহার অভিযোগ ছিল শোয়ের আয়োজকদের অব্যবস্থার জন্যই তাঁর দেরি হয়েছে। কিন্তু, স্টেজ পারফরম্যান্সের মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেও নেহার চোখের জলে চিড়ে ভেজেনি। বরং গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল নেহা কক্করকে।
নেহার অভিযোগের ভিত্তিতে পালটা শোয়ের আয়োজকরা দাবি করেছিলেন ৭০০ অডিয়েন্সের সামনে তিনি পারফর্ম করতে চাননি। সেই নিয়ে তরজা চলেছে বেশ কিছু দিন। রেশ কাটতে না কাটতেই ফের চর্চায় নেহা। সাদা ছোট্ট টপের উপর নীল অন্তর্বাস আর দুটি ট্র্যাক প্যান্ট পরে ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক নেহা।
সোমবার সোশ্যাল মিডিয়ায় গায়িকা নেহা কক্কর নিজের কয়েকটি ছবি পোস্ট করেন। এক স্টেজ শোয়ের ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে ক্রপ টপের উপর নীল অন্তর্বাস পরে মাইক হাতে গলা ছেড়ে গান গাইছেন। নেহার এই পোশাক দেখে রেগে কাঁই নেটপাড়া। আর সেই পারদ চড়ছে, একসঙ্গে দুটি ট্র্যাক প্যান্ট! ছাই রঙের একটি ট্র্যাক প্যান্টের ভিতর থেকে উঁকি দিচ্ছে আরও একটি প্যান্ট। সেটি আবার নীল অন্তর্বাসের সঙ্গে রংমিলান্তি!!
আরও পড়ুন হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ! চোখে জল সংগীতশিল্পীর, কী হল নেহা কক্করের?
গায়িকার এই ফ্যাশন সেন্স দেখে তো সকলের চোখ কপালে। সঙ্গে জুটেছে চরম কটাক্ষও। নেটনাগরিকর খোঁচা মেরে বলছেন, নেহা কিছু একটা করতে চাইছেন কিন্তু, করে উঠতে পারছেন না। কেউ আবার প্রশ্ন তুলেছেন, নেহা কখনও এমন কিছু করেন যা নিয়ে চর্চা হয় না? নেহা কক্করের এই হটকে স্টাইল স্টেটমেন্ট দেখে অনেকে আবার হেয়ালি করে 'দ্য ট্রেইজার্স'-এর এলনাজ নওরোজির প্রসঙ্গও টেনেছেন।
আরও পড়ুন কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি, নেহার মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি মেলবোর্নে কনসার্টের আয়োজকদের
তিনি এইরকমই কিছু ড্রেস-আপ করেছিলেন, কিন্তু সেটি যথেষ্ট রুচিসম্মত ছিল বলে দাবি নেটিজেনদের। তাঁর শারীরিক গঠনের সঙ্গে সেই পশাক চিল মানানসই। কিন্তু, নেহা কক্করের এই ফ্যাশনসেন্স অত্যন্ত নিম্নরুচির বলে কটাক্ষ করেছেন নেটনাগরিকের একাংশ। একসঙ্গে দুটি ট্র্যাক প্যান্ট আর টপের উপর অন্তর্বাস পরা কোন ধরনের স্টাইল স্টেটমেন্ট তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।