মুক্তি পেল সৃজিতের পরের ছবি উমার নতুন গান, আলস্য!

সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি উমার আরও একটি গান মুক্তি পেল। ইউটিউবে মুক্তি পাওয়া আলস্য গানটি প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি উমার আরও একটি গান মুক্তি পেল। ইউটিউবে মুক্তি পাওয়া আলস্য গানটি প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
uma song

মুক্তি পেল উমা ছবির গান।

সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি উমার আরও একটি গান মুক্তি পেল। ইউটিউবে মুক্তি পাওয়া আলস্য গানটি প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। সঙ্গীত পরিচালক অনুপম রায়ের কথায় ও সুরে এবং শিল্পী সুরঙ্গনা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি মুক্তি পেল ২৫শে বৈশাখেই। অনুপম রায় নিজের ট্যুইটারে পোস্ট করেছেন ছবির গানটি।

আরও পড়ুন: শহরে এসে পড়ল শরৎ, সৌজন্য়ে উমার ট্রেলার

Advertisment

দেখুন গানের ভিডিও:

Advertisment

মারণরোগে আক্রান্ত ছোট্ট উমা। অস্ট্রিয়ায় বেড়ে ওঠা এই ছোট্ট মেয়েটির সাধ কলকাতার পুজো দেখবে। এদিকে অক্টোবর অবধি অপেক্ষার সময় নেই সেই খুদের হাতে। এরপরই শুরু হয় মেয়ের শেষ ইচ্ছে পূরণে এক অসহায় বাবার অসাধ্য় সাধনের আপ্রাণ চেষ্টা। এই প্রেক্ষাপটেই তৈরি পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি উমা। ছবিতে বাবা ও মেয়ের ভূমিকায় রয়েছে বাড়তি চমক। এই দুই মুখ্য় চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত এবং তাঁর রিয়েল লাইফ কন্য়া সারাকে। এছাড়াও ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, পরিচালক অভিজিত গুহ সহ আরও অনেকে।

আরও পড়ুন: এবছর জৈষ্ঠ্যে বোধন হবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’র

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার, তারপর মুক্তি পায় ছবির ট্রেলার। সম্প্রতি সামনে এসেছে ছবির প্রথম গানটিও, নাম হারিয়ে যাওয়ার গান। সেই গানের হাত ধরে দর্শকরা পৌঁছে গিয়েছিলেন যান ছবির দুই মুখ্য চরিত্র হিমাদ্রি এবং মেনকা-র ফেলে আসা জীবনে। ট্রেলার এবং গানগুলি যে ছবির ব্যাপারে কৌতূহল আরও অনেকখানি উসকে দেবে তা বলা বাহুল্য।

tollywood