Pankaj Dheer Death: মৃত্যুর প্রায় ১০ দিন পর আবেগপ্রবণ পোস্ট, পিতৃবিয়োগের যন্ত্রণা ভাগ করে পঙ্কজ ধীরের স্মৃতিচারণায় ছেলে

Pankaj Dheer-Nikitin Dheer: দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ১৫ অক্টোবর ৬৮ বছর বয়সে পরলোকগমন করেন পঙ্কজ ধীর। মৃত্যুর প্রায় দশ দিন পর তাঁর পুত্র, অভিনেতা নিকিতিন ধীর ইনস্টাগ্রামে এক আবেগপূর্ণ পোস্টে তাঁর প্রয়াত বাবার স্মৃতিচারণা করেন।

Pankaj Dheer-Nikitin Dheer: দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ১৫ অক্টোবর ৬৮ বছর বয়সে পরলোকগমন করেন পঙ্কজ ধীর। মৃত্যুর প্রায় দশ দিন পর তাঁর পুত্র, অভিনেতা নিকিতিন ধীর ইনস্টাগ্রামে এক আবেগপূর্ণ পোস্টে তাঁর প্রয়াত বাবার স্মৃতিচারণা করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বাবার স্মৃতিতে

Pankaj Dheer: বি.আর. চোপড়ার মহাভারত-এ কর্ণের চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা পঙ্কজ ধীর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ১৫ অক্টোবর ৬৮ বছর বয়সে পরলোকগমন করেন। মৃত্যুর প্রায় দশ দিন পর তাঁর পুত্র, অভিনেতা নিকিতিন ধীর ইনস্টাগ্রামে এক আবেগপূর্ণ পোস্টে তাঁর প্রয়াত বাবার স্মৃতিচারণা করেন। সেই পোস্টে তিনি পঙ্কজ ধীরকে 'সেরা বাবা, বন্ধু ও গুরু' বলে উল্লেখ করেছেন। বেশ কয়েকটি ছবির কোলাজে পোস্টটি শেয়ার করেছেন নিকিতিন ধীর।

Advertisment

ছবিগুলিতে পঙ্কজ ধীরের চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের মুহূর্তগুলি কার্যত দৃশ্যমান। সেই সঙ্গে নিকিতিন ও পরিবারের সদস্যদের ঋষিকেশে তাঁর শ্রাদ্ধ ও পূজোর আয়োজনের ছবিও রয়েছে। পোস্টটির সঙ্গে নিকিতিন লিখেছেন, 'আমি খুব একটা আবেগ প্রকাশ করতে পারি না কিন্তু চেষ্টা করব। বলা হয়, জন্মের সঙ্গে একমাত্র নিশ্চিত বিষয় মৃত্যু। আমরা সবাই জানি এবং বিশ্বাসও করি কিন্তু যখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হারিয়ে যায় তখন মনের ভিতর অনেক প্রশ্ন জন্ম নেয়।'

আরও পড়ুন 'দুপুরে ভাত খাওয়ার সময় আচমকা...', মৃত্যুর আগের মুহূর্তে কী ঘটেছিল? সত্যি প্রকাশ্যে আনলেন সতীশের ম্যানেজার

Advertisment

তিনি আরও লেখেন, '১৫ অক্টোবর ২০২৫-এ আমিআমার বাবাকে হারিয়েছি। তিনি শুধু বাবা নন আমার গুরু, আমার শ্রেষ্ঠ বন্ধু। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আর তাঁর চলে যাওয়ায় আমরা ভেঙে পড়েছি। বাবার মৃত্যুর পর প্রচুর বার্তা পেয়েছি। ছোটরাও সমবেদনা জানিয়েছে, বড়রা আমাদের আশীর্বাদ করেছেন আর তাঁর সহকর্মী, বন্ধুরা ভালবাসা পাঠিয়েছে। আমরা যে ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি সেই সময় এমন মানসিক অবস্থায় ছিলাম যে কারও উত্তর দিতে পারিনি।'

আরও পড়ুন মৃত্যুর দু-ঘণ্টা আগেও ফোন-মেসেজ! শেষ মুহূর্তে কাদের সঙ্গে কথা হয়েছিল 'কমেডি কিং' সতীশের?

বাবার স্মৃতিচারণ করে নিকিতিন লিখেছেন, 'কিছুদিন পর বুঝতে পারলাম, এটাই তো জীবন। থেমে থাকার বস্তু নয় বরং ভালোবাসা, আশীর্বাদ, আদর, যত্ন এই অদৃশ্য জিনিসগুলিই প্রকৃত সম্পদ। এগুলোই বাবা তাঁর পরবর্তী জীবনে সঙ্গে নিয়ে যাবেন। আজ আমি আগের চেয়ে আরও গর্বিত তাঁর পুত্র হিসেবে। তিনি আমাকে শিখিয়েছেন কীভাবে দৃঢ় থাকতে হয়, চরিত্রবান হতে হয়, অনুগত থাকতে হয়, স্বপ্নকে আঁকড়ে রাখতে হয়।' 

পঙ্কজ ধীরের জীবনদর্শন স্মরণ করে তিনি লিখেছেন, 'যতদিন বেঁচে থাকy বাবা আমাকে যে জীবনের পাঠ শিখিয়েছেন সেগুলোই আমার পথপ্রদর্শক হয়ে থাকবে। সংগীতের বিস্তৃত জগৎ, সিনেমার প্রতি ভালোবাসা যাকে তিনি বলতেন ‘সিনে মা’। সবকিছুই তাঁর কাছ থেকে পেয়েছি। তাঁর কাছ থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্ত আমাদের চলচ্চিত্রজগতের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা'।

আরও পড়ুন পঞ্চভূতে বিলীন দেহ, গানে গানে 'কমেডি কিং' সতীশকে চিরবিদায় টিম 'সারাভাই ভার্সেস সারাভাই'-এর

নিকিতিনের অঙ্গীকার, 'আমি প্রতিশ্রুতি দিচ্ছি একজন অভিনেতা ও মানুষ হিসেবে আমি এমন কাজ করব যাতে বাবা গর্বিত হন।' পোস্টের শেষে তিনি লিখেছেন, ' এই ভিডিওটি তাঁদের সকলের জন্য যাঁরা বাবাকে ভালবেসেছেন, শ্রদ্ধা করেছেন। আমরা পরম কৃতজ্ঞ পরমার্থ আশ্রমের স্বামী চিদানন্দ শাস্ত্রীজির কাছে যিনি বাবার অস্থি বিসর্জন ও পূজার আয়োজন করতে সাহায্য করেছেন।'

Pankaj Dheer Death