/indian-express-bangla/media/media_files/2025/10/26/cats-2025-10-26-13-48-54.jpg)
মৃত্যুর ঠিক আগের মুহূর্ত...
Satish Shah Last Moment Before Death: 'সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকে ইন্দ্রবর্ধন সারাভাই-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন। কিন্তু, মাত্র ৭৪-এ তারাদের দেশে মিলিয়ে গেল মুখের হাসি।
না ফেরার দেশে 'কমেডি কিং' সতীশ শাহ। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেলটাউন। ফুলে সজ্জিত অ্যাম্বুলেন্সে শায়িত প্রয়াত অভিনেতা সতীশের নিথর দেহ। তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে প্রিয়জনেরা। আচমকা কী ভাবে মৃত্যুর কোল ঢলে পড়লেন অভিনেতা? সতীশের শেষযাত্রায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন ম্যানেজার রমেশ।
তিনি জানান, 'ঘটনাটা ঘটেছে দুপুর দুটো থেকে পৌনে তিনটের মধ্যে। মধ্যাহ্ণভোজের সময়ই হৃদরোগে আক্রান্ত হন। এরপর অ্যাম্বুলেন্স নিয়ে আসতে আধ ঘণ্টা মতো সময় লেগেছে। হাসপাতালে পৌঁছলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।' সতীশের মৃত্যুর কিছুক্ষণ পরই মুম্বইয়ের হিন্দুজা ও মেডিক্যাল রিসার্চ সেন্টারের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে, সতীশের পরিবারের তরফে ইমার্জেন্স ফোন আসে। বাড়িতে অজ্ঞান হওয়ার পরই হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় এমনকী সেখানেই সিপিআর (CPR) চালু করা হয়। কিন্তু, শেষ রক্ষা করা সম্ভব হয়নি।
আরও পড়ুন অসুস্থ স্ত্রীর সেবার জন্য বাঁচার ইচ্ছে, করিয়েছেন কিডনি ট্রান্সপ্লান্টও, সতীশের সিক্রেট ফাঁস সচিনের
সতীশকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছেন ইন্ডাস্ট্রির স্বনামধন্য ব্যক্তিত্বরা। শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের ভিলে পারলের পবন হংস শ্মশানে। প্রসঙ্গত, চলতি বছরেই তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা সচিন পিলগাঁওকর জানিয়েছেন, স্ত্রী মধুর যত্ন আরও ভালোভাবে নেওয়ার জন্যই সতীশ এই অস্ত্রোপচার করেছিলেন। যিনি অ্যালঝাইমার রোগে ভুগছেন।
আরও পড়ুন মনে হচ্ছে নিজের বাবাকে হারালাম-লাভ ইউ ড্যাড! সতীশের প্রয়াণে শোকজ্ঞাপন পর্দার দুই সন্তানের
সচিন নিউজ১৮-কে বলেন,'দুর্ভাগ্যবশত মধুও এখন অসুস্থ। ওর অ্যালঝাইমার ধরা পড়েছে। এই বছর সতীশ নিজের কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিল কারণ ও আরও কিছুদিন বাঁচতে চেয়েছিল। মধুর যত্ন নেওয়ার জন্যই জীবনটা কিছুটা দীর্ঘায়িত করার ইচ্ছে ছিল। ওঁর ডায়ালিসিস চলছিল। এর আগেও বাইপাস সার্জারি হয়েছে।'
আরও পড়ুন ফুলে সজ্জিত অ্যাম্বুলেন্সে শেষ যাত্রায় সতীশ, শ্রদ্ধা জানাতে উপস্থিত সতীর্থরা, কারা এলেন?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us