Nilanjanaa Sengupta Post: যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবেই সকলের কাছে পরিচিত ছিলেন। তাঁদের সম্পর্কে কখনও চিড় ধরতে পারে বা বিচ্ছেদের পথে হাঁটবেন এটা কেউ ভাবতে পারেননি। তাই যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবর সকলকে চমকে দিয়েছে। সম্পর্কের ভাঙা কাচ জোড়া লাগানোর অনেক চেষ্টা করেছেন শুভাকাঙ্খীরা। কিন্তু, কোনও সুরাহা হয়নি।
দুই সন্তানের বাবা যিশুর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর আপ্তসহায়কের। যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা সেনগুপ্ত পদবিও সরিয়ে দিয়েছেন। তবে প্রকাশ্যে কেউই কাদা ছোড়াছুঁড়ি করেননি যিশু বা নীলাঞ্জনা। তবে সোশ্যাল মিডিয়ায় যিশুকে খোঁচা মেরে একাধিক পোস্ট শেয়ার করেন নীলাঞ্জনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নীলাঞ্জনা। দুই মেয়েকে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখানে নিজেকে 'নিনি-চিনিস মাম্মা' বলে পরিচয় দিয়েছেন। দুই মেয়ের ছোটবেলার ছবি পোস্ট করে অভিমানী সুরে লিখেছেন, 'একটা বাচ্চা সবসময় মনে রাখে কে তার সঙ্গে ছিল। বাচ্চাদের শুধু দামি জিনিস, ঐশ্বর্য, প্রাচুর্যে ভরিয়ে দিলেই হয় না। তাদের সঙ্গে সময় কাটানোটাই বাচ্চাদের প্রাথমিক চাহিদা। ছোটরা ভালবাসা বোঝে। টাকার মূল্য বোঝে না।'
নীলাঞ্জনা এই পোস্টে কাকে ইঙ্গিত করেছেন সেটা বলার অবকাশই রাখে না। ব্যক্তিগত জীবনের অভিমানের বর্হিপ্রকাশ! প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনা খুবই সক্রিয়। ঘরে-বাইরে একাই সামলাচ্ছেন সেই ইঙ্গিত তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই বারবার স্পষ্ট হয়ে ওঠে।
নীলঞ্জনার চলার পথে তাঁর সারথী দুই মেয়ে সারা ও জারা। যিশু সেনগুপ্তও ইনস্টায় সাদা-কালো ক্যানভাসে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সমুদ্রের পাড়ে পড়ন্ত সূর্যের লাল লাভার মাঝে বালির উপর শুয়ে রয়েছেন। যিশুর পরনে শার্ট-প্যান্ট। এভাবেই চিত্রগ্রাহকের ক্যামেরাবন্দি হয়েছেন টলি সুপারস্টার যিশু সেনগুপ্ত। আগামী ২০ ডিসেম্বর সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় 'খাদান'।
আরও পড়ুন: '৪০-এর পর বিয়ে করেও সুখী হয়', যিশুর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নতুন শুরুর ইঙ্গিত নীলাঞ্জনার