Nusrat Faria: 'প্রহসনের শিকার ফারিয়া', জামিন পেলেন নুসরত, সরকারকে তুলোধোনা বাংলাদেশের তারকাদের..

Nusrat Faria Got Bangladesh supports: আজ তিনি জামিন পেলেন। যেই সময়ের ঘটনায় তাঁকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছিল, সেই সময় তিনি শ্যাম বেনেগলের ছবির শুটিং করছিলেন। নুসরতের জামিন আবেদন এবার এর নাকচ করল না আদালত।

Nusrat Faria Got Bangladesh supports: আজ তিনি জামিন পেলেন। যেই সময়ের ঘটনায় তাঁকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছিল, সেই সময় তিনি শ্যাম বেনেগলের ছবির শুটিং করছিলেন। নুসরতের জামিন আবেদন এবার এর নাকচ করল না আদালত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nusrat faria gOt bail updatres

যেভাবে নুসরতের পাশে থাকলেন তারকারা

Nusrat Faria - Bangladesh Actor's: বাংলাদেশের বিনোদুনিয়ায়ে যা ঘটে গিয়েছে, তারপর থেকে আলোচনা এবং সমালোচনা ক্রমশ বাড়ছে। নুসরত ফারিয়াকে গ্রেফতার করা হয় ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায়। আবার বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি নাকি প্রয়াত বিশ্ববরেণ্য পরিচালক শ্যাম বেনেগালের ছবি মুজিব একটি জাতীর রূপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন বলেই তাঁকে আরো রোষানলে পড়তে হল।

Advertisment

কিন্তু, আজ তিনি জামিন পেলেন। যেই সময়ের ঘটনায় তাঁকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছিল, সেই সময় তিনি শ্যাম বেনেগলের ছবির শুটিং করছিলেন। এবং সেকারণেই সমস্ত অভিযোগ তাঁর বিরুদ্ধে সত্যি নয় বলেই দাবি করেন তাঁর আইনজীবী। আজকে তাঁকে জানি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের নানা তারকারা যেভাবে তাঁর পাশে ছিলেন, সেটা দেখার মত। বাঁধন থেকে সিয়াম আহমেদ, সকলেই তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে আলোচনা করেন। তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছে, এই বিষয়েও তাঁরা জানান।

সোশ্যাল মিডিয়ায় বাঁধন লিখেছেন, "কি লজ্জার বিষয়! যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনও সম্পর্ক নেই। বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য না।" অন্যদিকে ফারিয়ার আরেক বন্ধু এবং অভিনেতা সিয়াম আহমেদ তিনি বেশ বড় এবং কিছু কড়া মন্তব্য লিখেছেন সমাজ মাধ্যমে। তিনি লিখছেন..

Bangladeshi Actress Nusrat faria: খুনের অভিযোগে গ্রেফতারের পর রাতভো…

Advertisment

"যাদের আইনের আওতায় আনা দরকার, তারা প্রটোকল নিয়ে সপরিবারে দেশের বাইরে চলে যায়। তারা যাওয়ার পর আমরা জানতে পারি যে তারা চলে গেছে। আর এয়ারপোর্টে আটকানো হয় কাকে? আমাদের সহকর্মী ফারিয়াকে! এরপর কোর্টে ওঠানো হয়, তার জামিনও নামঞ্জুর হয়। এর চাইতে হাস্যকর আর কী হতে পারে? আর্টিস্ট, ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা যেকোনো প্রফেশনের কেউই আইনের উর্ধ্বে না। কিন্তু ফারিয়ার অপরাধটা কী? কোনো সিনেমায় কাজ করা নিশ্চয়ই কোনো আর্টিস্টের অপরাধ হতে পারে না। একই সিনেমায় বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করেছে, অডিশন দিয়েছে। এখন সবাইকে কি জেলে ভরবেন? যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে  ফারিয়ার নাম থাকাটা কতটা হাস্যকর, তা সংশ্লিষ্ট সকলেই জানেন। একটা মা*র্ডার কেইসে ৩০০-৪০০ আসামীর ভেতর আর্টিস্টদের নাম ঢুকিয়ে দেয়া একটা ফাজলামো ছাড়া আর কিছু না।"

Noble Man Arrested: নোবেল ধর্ষণকাণ্ডে গ্রেফতার হতেই বিস্ফোরক তাঁর তৃতী…

তিনি আরও বলেন, "ফারিয়ার সাথে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন। কিছু বলার নেই...সরকারের পলিসিমেকারদের বলব, টু ডু লিস্টটা ঠিক করুন কাইন্ডলি৷ এত এত কিছু করার আছে, সেসব না করে আর্টিস্টদের হয়রানি করা বন্ধ করুন। কিছু একটা হলেই আর্টিস্টদের এভাবে হয়রানি করে দেশের মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করে আমাদের হাসির পাত্র বানানো হয়। আর্টিস্টরা এতটাও সস্তা না৷ একটা সভ্য দেশে এমন হওয়ার কথা না।"

অন্যদিকে বাংলাদেশের আরেক অভিনেত্রী নাবিলা, যিনি শাকিব খানের অন্যতম ছবি তুফানে অভিনয় করেছিলেন, তিনি ভারাক্রান্ত এই ঘটনায়। লিখেছেন, "আজকে নুসরাত ফারিয়ার যে ছবি এবং ভিডিওগুলি প্রচারিত হচ্ছে তা সত্যিই আমার হৃদয় ভেঙে দিয়েছে....মেয়েটা শুরু থেকে আলোচনার মধ্যে থাকত...সে সবসময় তার দৃষ্টি আকর্ষণ করত এবং সে জানত কিভাবে এটা করতে হয়.... কিন্তু ওকে এভাবে দেখতে পাবো কখনো কল্পনাও করিনি! আমি জানি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক, আমি শুধু প্রার্থনা করি এবং বিচার চাই....নুসরাত ফারিয়া একজন স্বপ্নদ্রষ্টা, তিনি সর্বদা স্বপ্ন দেখেন উত্থানের এবং উজ্জ্বল হওয়ার.... সে খুব কমই জানত যে তার স্বপ্ন তাকে এই দিনে নিয়ে আসবে।"

Bangladesh Nusrat faria