Yash-Nusrat : 'অফ ক্যামেরায় এটাই আমি', শাড়ি-সিঁদুরে নুসরতের বালাজি দর্শন, যশের সঙ্গে কেন তিরুপতি মন্দিরে অভিনেত্রী?

Yash-Nusrat Tirupati : যশকে সঙ্গে নিয়ে তিরুপতিতে বালাজি দর্শনে গিয়েছেন নুসরত। সেখান থেকে যুগলের ছবিও শেয়ার করেছেন। আচমকা ভগবানের দরবারে কেন উড়ে গিয়েছেন যশরত?

Yash-Nusrat Tirupati : যশকে সঙ্গে নিয়ে তিরুপতিতে বালাজি দর্শনে গিয়েছেন নুসরত। সেখান থেকে যুগলের ছবিও শেয়ার করেছেন। আচমকা ভগবানের দরবারে কেন উড়ে গিয়েছেন যশরত?

author-image
Kasturi Kundu
New Update
 শাড়ি-সিঁদুরে নুসরতের বালাজি দর্শন

শাড়ি-সিঁদুরে নুসরতের বালাজি দর্শন

Yash-Nusrat Tirupati Visit : যশ দাশগুপ্ত ও নুসরত জাহান, রিল টু রিয়েলে 'পাওয়ার কাপল' তকমা পেয়েছেন এই জুটি। গত বছর ধুমধাম করে নিজেদের প্রযোজনা সংস্থার উদ্ধোধন করেছেন। সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবি সেন্টিমেন্টাল যা বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন যশরত। বুধের সকালে তিরুপতি মন্দিরের সামনে থেকে ছবি শেয়ার করেছেন তারকা দম্পতি। হাতে রয়েছে পরবর্তী ছবি 'আড়ি'-এর চিত্রনাট্য। নতুন ছবির কাজ শুরু আগে তিরুপতি মন্দিরে ভগবানের আশীর্বাদ নিতে গিয়েছেন যুগলে। দক্ষিণী পোশাকে নজর কেড়েছেন যশরত। ধবধবে সাদা শাড়ির উপর সোনালি স্ট্রাইপ আর যশের পরণে সাদা ধুতি পঞ্জাবি। তারকা দম্পতির স্নিগ্ধ লুকে মুগ্ধ ভক্তরা। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় তিরুপতি মন্দির থেকে ছবি পোস্টের পর ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে নুসরতের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'নতুন কাজ শুরুর আগে আমরা তিরুপতি মন্দিরে যাই। আগামী মাসে শুরু হবে শ্যুটিং।' সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ আর হাতে লাল চুড়ি। নুসরতের এই সাজ তাঁর নতুন ছবির লুকের ইঙ্গিত?

Advertisment

উত্তরে সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, 'না না। অফ ক্যামেরা এটাই আমার লুক। এর সঙ্গে আড়ির লুকের কোনও যোগ নেই।' সেন্টিমেন্টালের পর যশরত প্রোডাকশনের পরবর্তী ছবি নিয়েও আশাবাদী এই জুটির অনুরাগীরা। মূলধারার বাণিজ্যিক ছবি একপ্রকার কোণঠাসা। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে যশরতের সেন্টিমেন্টাল।

ছবি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন তারকা কাপল। আড়ি-তে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মা ও ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হবে আড়ির গল্প। এই ছবিতে আরও একবার যশ-নুসরত দর্শকের সামনে নিজেদের নতুনভাবে মেলে ধরবেন। 

বালাজি দর্শনে গিয়ে ছবি পোস্ট করে যশ লেখেন, 'আমাদের পরবর্তী ছবি আড়ির জন্য আশীর্বাদ নিতে এসেছি'। ছবিতে লাভ রিয়্যাক্ট দিয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমার পোস্টার আগেই মুক্তি পেয়েছে। ২০২৫-এর পয়লা বৈশাখে মুক্তি পাবে আড়ি। 

আরও পড়ুন:'ও মন ভ্রমণ' দেখে 'থ্রি ইডিয়টস'-'দিল চাহতা হ্যায়'-এর কথা মনে পড়তে পারে : রাজর্ষি দে

Bengali Cinema Bengali Actor Bengali Actress Nusrat Jahan Bengali Film Yash Dasgupta Bengali Film Industry Yash-Nusrat