Advertisment
Presenting Partner
Desktop GIF

Yash-Nusrat Video : 'আমার ফার্স্ট ফ্যামিলিকে তো বলেই দিয়েছি', যশের কথায় কেন চিন্তিত নুসরত? দেখুন ভিডিও

Yash-Nusrat : বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন যশ। আর নুসরত এই বিষয়ে কিছুই জানেন না বলে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার অবশ্য যশ জানিয়ে দিলেন তিনি তাঁর ফার্স্ট ফ্যামিলিকে সবটাই বলেছেন। বিষয়টা কী?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
প্রথমবার টেলিভিশনে একসঙ্গে যশ-নুসরত

প্রথমবার টেলিভিশনে একসঙ্গে যশ-নুসরত

Yash-Nusrat latest Video : বাংলা মেগার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি আজকের টলি সুপারস্টার যশ দাশগুপ্তের। এই মুহূর্তে বাংলা সিনেমার নায়কও বটে। বর্তমানে প্রোডাকশন হাউজেরও কর্ণধার যশ দাশগুপ্ত। দোসর তাঁর সফরসঙ্গী টলি ক্যুইন নুসরত জাহান। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির কানাঘুষো, দীর্ঘ ১০ বছর পর টেলিভিশনে কামব্যাক করছেন যশ দাশগুপ্ত। টলিপাড়ায় যখন এই বিষয় নিয়ে রীতিমতো চর্চা চলছিল। নুসরত একটি ভিডিও পোস্টের মাধ্যমে ১৫ নভেম্বর উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এই বিষয়ে কিছুই জানেন না! উইকএন্ডে সব জল্পনার অবসান। নুসরত তাঁর ইনস্টা হ্যান্ডেলে যশের সঙ্গে ভিডিও পোস্ট করে আসল বিষয়টা খোলসা করলেন।

Advertisment

প্রসঙ্গত, যশ একা নয়। নুসরতকে নিয়েই টেলিভিশনে আসছেন অভিনেতা। আগামী ২৪ নভেম্বর টিভির পর্দায় আসছে যশ-নুসরতের প্রোডাকশন হাউজের প্রথম ছবি সেন্টিমেন্টাল। ভিডিও-র শুরুতেই বেশ উদ্বিগ্ন হয়ে নুসরত যশের কাছে জানতে চান, তিনি সত্যিই টেলিভিশনে কামব্যাক করছেন না। আর যদি সত্যিই করে থাকেন তাহলে তাঁকে কেন জানান নি? 

নুসরতের প্রশ্ন শুনে যশ কুল মেজাজে বলেন যে, তিনি তো তাঁর ফার্স্ট ফ্যামিলি অর্থাৎ দর্শককে বলেছেন। এরপর নুসরতের সঙ্গে আর মজা না করে সত্যিটা বলেন যে তাঁদের প্রথম ছবি সেন্টিমেন্টাল টিভির পর্দায় আসছে। সেই সুবাদে তাঁরা একসঙ্গে ছোট পর্দার দর্শকের সামনে ধরা দেবেন। প্রথমবার এভাবে আসছেন তাই একটু ধামাকা হওয়া প্রয়োজন। এই কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নুসরত। 


উল্লেখ্য, কয়েকদিন আগে যশ দাশগুপ্ত নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে নিজেই তাঁর টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাকের খবর দিয়েছিলেন। এরপর নুসরতের ভিডিও। ১৬ নভেম্বর যশরতের একসঙ্গে ভিডিও থেকে স্পষ্ট যে এটা ছিল সেন্টিমেন্টালের প্রমোশন। 

আরও পড়ুন: 'আমাকে তো বলল না...', যশের কোন খবর পেয়ে চিন্তিত নুসরত? দেখুন ভিডিও

Yash-Nusrat Nusrat Jahan Yash Dasgupta tollywood news Tollywood Actress
Advertisment