/indian-express-bangla/media/media_files/2025/08/29/cats-2025-08-29-13-09-22.jpg)
লাভিডাভি মুহূর্তে
Nusrat Jahan Yash Dasgupta Breakup Rumour: যশ দাশগুপ্ত ও নুসরত জাহান, ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবেই পরিচিত। যশরত জুটির শেষ ছবি 'আড়ি' প্রচারও সেরেছেন দুজনে। সিনেমার সাফল্যের মাঝেই তারকা দম্পতির বিচ্ছেদ গুঞ্জন বেশ জোড়াল হয়। রিল-এর পর রিয়েল লাইফেও নাকি যশ-নুসরতের 'আড়ি'! তারকা দম্পতির বিচ্ছেদ গুঞ্জন জোড়াল হয়েছে তাঁদের আলাদা জায়গায় ছুটি কাটানোর ছবি ঘিরে। নুসরত যখন পরিবারের সঙ্গে শৈলশহর দার্জিলিঙে ছুটি কাটিয়েছেন তখন প্রথম পক্ষের ছেলের সঙ্গে থাইল্যান্ডে ছিলেন যশ। পরস্পরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করার গুঞ্জনকে যদিও অস্বীকার করেছেন যশ।
আরও পড়ুন ৪ বছর হওয়ার আগেই মায়ের জন্য যা করল ছেলে...! তাজ্জব বনে গেলেন খোদ বাঙালি অভিনেত্রী
বিচ্ছেদ গুঞ্জন জোড়াল হতেই জমাষ্টমীতে যশরত নিজেদের বাড়ি থেকেই আলাদা আলাদা ছবি পোস্ট করেন। একসঙ্গে পোজ না দিলেও পুজোর সময় একে অপরকে ক্যামেরার লেন্সে বন্দি করেছেন তা ছবিতেই স্পষ্ট। যা তাঁদের বিচ্ছেদচর্চায় জল ঢেলেছে। ফের সোশ্যাল মিডিয়ায় এই জুটির সম্পর্ক ঘিরে চর্চা শুরু। যশরতের ছেলে ইশানের জন্মদিনে একসঙ্গে দেখা যায়নি সেলেব দম্পতিকে। একাই গণেশ বন্দনা করেছেন যশ।
টলিপাড়ার পাওয়ারফুল কাপলের বিচ্ছেদচর্চা যখন পেজ ৩-এর হট কেক তখন রংমিলান্তি পোশাকে ভালবাসায় গদগদ যশরত। হালকা রঙের নেটের শাড়ির সঙ্গে মানানসই জুয়েলারিতে সুসজ্জিত নুসরত আর যশের পরনে ক্যাজুয়ল পোশাক। দুজনের মুখেই চওড়া হাসি। বিচ্ছেদ গুঞ্জনকে একপ্রকার খোঁচা মেরে নুসরত ক্যাপশনে লিখেছেন, 'মানুষকে গল্প বুনতে দাও। আমরা আমাদের করে বাঁচব।'
আরও পড়ুন 'আমার ছেলেই একমাত্র...', যশের সঙ্গে বিচ্ছেদ চর্চা উসকে ইঙ্গিতপূর্ণ পোস্ট নুসরতের
লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। যশ-নুসরতকে একসঙ্গে ফুড়ফুড়ে মুডে দেখে খুশি জুটির অনুরাগীরাও। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো যশরতের সম্পর্কে চিড় ধরেছে। সেই গুঞ্জনে ছাই ঢেলে আরও কাছাকাছি সেলেব দম্পতি সে কথা বলাইবাহুল্য।
আরও পড়ুন বিচ্ছেদ চর্চাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও কাছাকাছি, জন্মাষ্টমীতে রাধা-কৃ্ষ্ণ যশ-নুসরত