Advertisment
Presenting Partner
Desktop GIF

Rituparna Sengupta On Childrens' Day : 'আবার মায়ের বকুনি খেতে চাই', শিশুদিবসে শৈশবের স্মৃতিচারণায় ঋতুপর্ণা

Children's Day 2024 : প্রায় ২০ দিন হাসপাতালে ভর্তি ঋতুপর্ণা সেনগুপ্তের মা। এর মাঝেও ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে মায়ের সঙ্গে কাটানো শৈশবের স্মৃতির সাগরে ডুব দিলেন টলিউডের এই সিনিয়ার সুপারস্টার।

author-image
Kasturi Kundu
New Update
শিশুদিবসে শৈশবের স্মৃতিচারণায় ঋতুপর্ণা

শিশুদিবসে শৈশবের স্মৃতিচারণায় ঋতুপর্ণা

Rituparna Sengupta Chidhood Memory : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের ব্যস্ততম শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। বাংলা ইন্ডাস্ট্রি যখন ধুঁকছিল সেই সময় হাল ধরেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অনবদ্য অভিনয় বারবার মুগ্ধ করে দর্শককে। টলিপাড়ার গ্ল্যাম ডিভা সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে মায়ের শরীর খারাপ নিয়ে খুবই উদ্বিগ্ন। এর মাঝেও ১৪ নভেম্বর শিশুদিবস উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে মায়ের সঙ্গে তাঁর শৈশবের স্মৃতিমেদুর মুহূর্তগুলো শেয়ার করলেন। 

Advertisment


ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, 'আজ প্রায় ২০ দিন হয়ে গেল আমার মা হাসপাতালে ভর্তি রয়েছেন। মায়ের অসুস্থতা নিয়ে আমি খুবই চিন্তিত। মায়ের সঙ্গে কাটানো সুখ-দুঃখের মুহূর্তগুলো আজ বড্ড বেশি মনে পড়ছে। স্কুলে আমার মায়ের সঙ্গে অনেক সুন্দর স্মৃতি রয়েছে। মা ছিলেন আমার প্রিয় শিক্ষিকা'।

স্মৃতিচারণা করতে গিয়ে তিনি আরও বলেন, 'ছোটবেলায় প্রতিদিন মা আমাকে ভোর চারটের সময় ডেকে দিতেন। তারপর আমাকে পড়তে বসাতেন। মায়ের সঙ্গে কাটানো ওই মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। মায়ের বাংলা লেখা ভীষণ ভাল। ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি'।

আরও পড়ুন: কারও সুখ-স্মৃতি কেউ বা সুযোগই পাননি আনন্দের, শিশুদিবসের অভিজ্ঞতা ভাগ টলি সেলেবদের

অভিনেত্রীর সংযোজন, 'আজও আমার মা কবিতা পাঠ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অনেক কবির কবিতা পাঠ করেন। আমার শৈশব পুরোটাই ছিল মাকে ঘিরে।  অনেক হাসি-মজার স্মৃতি আমাকে জড়িয়ে রয়েছে। সকলকে মিষ্টি বিতরণ করা,  মানুষকে ভালোবাসা আমি মায়ের থেকে শিখেছি। মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। যাতে আবার আমি মায়ের বকুনি খেতে পারি'। 

Happy Children's Day 2024 Bengali Cinema Bengali Actress rituparna sengupta
Advertisment