Advertisment
Presenting Partner
Desktop GIF

দীপাবলিতেই সম্পর্কের উদযাপনে 'সাঁঝবাতি'

লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই ছবি কেবল সম্পর্কের রসায়নেই ছক ভেঙেছে তা নয়, অনেকগুলো বাধা গন্ডি পেরিয়েছে এই ছবি। এদিন মুক্তি পেল ছবির প্রথম অফিসিয়াল পোস্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
sanjhbati

নতুন পোস্টারে ছকভাঙা সম্পর্কের আভাষ 'সাঁঝবাতি'র।

দীপাবলির সময়েই নতুন করে সম্পর্কের সংজ্ঞা নিয়ে হাজির টিম 'সাঁঝবাতি'। নয়া সম্পর্কের সমীকরণেই তৈরি হয়েছে এই ছবি। তাইতো ছবির পুরো নাম সাঁঝবাতি- এক ছকভাঙা সম্পর্ক। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই ছবি কেবল সম্পর্কের রসায়নেই ছক ভেঙেছে তা নয়, অনেকগুলো বাধা গন্ডি পেরিয়েছে এই ছবি। এদিন মুক্তি পেল ছবির প্রথম অফিসিয়াল পোস্টার।

Advertisment

আক্ষরিক অর্থে বলতে গেলে, প্রকৃতই চেনা ছকের বাইরে ‘সাঁঝবাতি’। প্রথমবার, বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও পাওলি দাম। প্রথমবার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা যেতে চলেছে সুপারস্টার দেবকে। প্রথমবার, উইন্ডোজের ব্যানারের বাইরে নিজের প্রযোজনা সংস্থার নামে ছবি প্রযোজনা করতে চলেছেন অতনু রায়চৌধুরী। প্রথমবার, নিজেদের সংস্থার বাইরে ছবি পরিচালনায় রাজি হয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, ইফি-তে মাস্টারক্লাস নেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সাঁঝবাতিতে দেব কেন, এর উত্তরে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “ছবির গল্পটা লিখতে লিখতেই দেবের কথা মাথায় আসে। আর দেব-পাওলি কিংবা অর্পিতা, প্রত্যেককেই নতুন রূপে দেখতে পাবেন দর্শক। গল্পটায় সন্ধ্যেবেলার একটা সুর আছে, প্রদীপের স্নিগ্ধতা রয়েছে।” প্রসঙ্গত, এক বৃ্দ্ধার গল্প বলবে এই ছবি। সত্য ঘটনার উপর তৈরি এই ছবির মুখ্য চরিত্রে লিলি চক্রবর্তী।

‘মাটি’র পর লীনা ও শৈবালের এটি দ্বিতীয় ছবি। তাঁদের ছবির মেজাজের সঙ্গে দেবকে মেলানোই একটা চমক। ২৫ ডিসেম্বর মুক্তি পাবে 'সাঁঝবাতি'।

tollywood Dev paoli dam Bengali Cinema
Advertisment