Advertisment

টিকটকের মিমি চক্রবর্তীকে দেখেছেন কি? রইল ভিডিও

ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় ঢুকে পড়েছে মিমির নয়া সিঙ্গলস 'পরি হুঁ ম্যায়। তবে মিমির জন্মদিনে তাঁর টিকটক ভিডিয়োয় একবার ঢুঁ না মারলেই নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
mimi chakraborty

মিমি চক্রবর্তী। ফোটো- ইনস্টাগ্রাম

মিমি চক্রবর্তী, অভিনেত্রী সোশাল মিডিয়ায় জনপ্রিয় সাংসদ তকমা পাওয়ার বহু আগে থেকেই। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ। তবে টুইটার ও ইনস্টাগ্রাম ছাড়া খুব একটা অন্য সোশাল প্ল্যাটফর্মে দেখা যেত না তাঁকে। টিকটকের কথা বললেই, প্রত্যেকে বলবে নুসরত জাহানের নাম। তবে মিমির টিকটক অ্যাকাউন্ট লক্ষ্য করলে বুঝবেন মোটেই কম যান না নুসরতের 'বনুয়া'।

Advertisment

এদিন তাঁর জন্মদিনের দিনই প্রকাশ্যে এসেছে নয়া সিঙ্গলস 'পরি হুঁ ম্যায়'। ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় ঢুকে পড়েছে মিমির এই গান। তবে মিমির জন্মদিনে তাঁর টিকটক ভিডিয়োয় একবার ঢুঁ না মারলেই নয়।

@mimichakraborty86love for ???? trust me its very hard to resist food if u are a food lover..♬ original sound - iammichelle.m

@mimichakraborty86????????????????????????♬ original sound - jissa paul

@mimichakraborty86♬ original sound - nautanki_rima

@mimichakraborty86nusratchirps all madnesss♬ original sound - _tanya_pandey_

@mimichakraborty86Just the way u like ????????????????♬ original sound - justf143

@mimichakraborty86Just my 1st try♬ original sound - mohammeda.ly

@mimichakraborty86???????????????????? #justinbieber #neverevergivup♬ Let Me Love You - DJ Snake,Justin Bieber

আরও পড়ুন, ‘নারীদেহ কোনওদিনই শুচি নয়!’, সমাজের ভ্রান্ত ধারণার বিরুদ্ধে দাঁড়াবেন ঋতাভরী

সালটা ২০১২, 'বাপি বাড়ি যা', অর্জুন চক্রবর্তীর বিপরীতে বড়পর্দায় আত্মপ্রকাশ করলেন তিনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। 'বাঙালী বাবু ইংলিশ মেম', 'প্রলয়', 'বোঝেনা সে বোঝেনা', 'যোদ্ধা-দ্য ওয়রিয়র' একের পর এক ছবিতে অভিনয় করেন তিনি।

সাংসদ হওয়ার পরও সিনেমা এবং কেন্দ্র সমানতালে সামলাচ্ছেন তিনি। শুটিং করলেও, কেন্দ্রের দেখভাল থেকে নজর সরে যায়নি মিমির। একসময় তুরস্কের লাইন প্রোডিউসার মিলি গুলহানের সঙ্গে মিমির সম্পর্কের গুঞ্জন ওঠে। শোনা গিয়েছিল, তারা নাকি প্রেম করছেন। কিন্তু অভিনেত্রী কোনওদিনই তাতে শিলমোহর দেননি।

আরও পড়ুন, বিষয় ‘ছপাক’, রাজস্থান বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট বিরোধীদের

সম্প্রতি সেলুলয়েডে ফিরছেন তিনি। মিমি চক্রবর্তীর কামব্যাক ছবি 'ড্রাকুলা স্যার'। দেবালয় ভট্টাচার্যের এই পিরিয়ড ফিল্মে অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে রয়েছেন মিমি। ছবিতে মিমির চরিত্রের নাম মঞ্জরী। সে একজন বিধবা।সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। তাই জন্মদিন উদযাপনের সময় রয়েছে অভিনেত্রীর কাছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mimi chakrabarty
Advertisment