Saurav Palodhi Onko Ki Kothin: ২৩ মে সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে সৌরভ পালোধী পরিচালিত ছবি 'অঙ্ক কী কঠিন'। মুক্তির পর দর্শকের থেকে বেশ ভালই সাড়া পেয়েছেন পরিচালক-প্রযোজক। ছবি মুক্তির পর হলগুলিতেও ঝটিকা সফর সারছেন পরিচালক। ছোট থেকে বড় সকলের একসঙ্গে বসে দেখার মতো ছবি তৈরি করেছেন সৌরভ। খুদে শিল্পীদের নিয়ে কাজ করার অনাবিল আনন্দ সিনেমার প্রচারের সময়ই সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সিনেমার নাম 'অঙ্ক কী কঠিন' হলেও সাফল্যের গ্রাফটা কিন্তু, মসৃণ। আচমকাই সেখানে 'পাইরেসি'-র বিরাট ধাক্কা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিনেমার বেশ কিছু অংশ, কোথাও আবার পুরো ছবিটাই দেখা যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ পরিচালক-প্রযোজক। সপ্তাহ ঘোরার আগেঅই যদি 'পাইরেসি' হয় তাহলে বক্স অফিসের অঙ্কে তার প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন অঙ্ক কী কঠিন-এর পরিচালক সৌরভ পালোধী?
'অঙ্ক কী কঠিন'-এর জন্য এটা কঠিন সময়? পরিচালকের সাফ জবাব, 'হ্যাঁ, পাইরেসি হয়েছে। তবে আমার বিশ্বাস এর কোনও প্রভাব সিনেমার উপর পড়বে না। আজ মঙ্গলবার নন্দন ১ প্রায় ৭৫ শতাংশ ভর্তি। আরও বেশ কয়েকটি হলের আসন সংখ্যাও প্রায় সম্পূর্ণ। তাই আমার দৃঢ় বিশ্বাস পাইরেসি এই ছবির ব্যবসায় কোনও বিশেষ ক্ষতি করতে পারবে না। মঙ্গলবারের রেজাল্ট তো অন্তত সেটা বলছে না। মানুষ বড় পর্দায় সিনেমা দেখতে ভালবাসে। তাছাড়া আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি। শীঘ্রই পাইরেসিটা সরে যাবে।'
আরও পড়ুন সোসাইটির চাপিয়ে দেওয়া কোনও নিয়ম আমি ফলো করতে রাজি নই: মানসী সেনগুপ্ত
রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা অঙ্ক কী কঠিন-এ দেখানো হয়েছে। সমাজে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে। এই মুহূর্তে যোগ্য-অযোগ্য শিক্ষকদের নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সমাজের এই বাস্তব চিত্রগুলো তুলে ধরতে পরিচালকের সাহসের প্রয়োজন? সৌরভের সপাট জবাব, 'সত্যি কথা বলতে আমরা ভয় নেই। যদি সত্যি ঘটনা বলতে সাহসীকতার প্রয়োজন হয় তাহলে সেইরকম সাহস না থাকাই ভাল। সত্যি কথা যদি সরকারের বিপক্ষেও হয় সেখানেও আমার কোনও আপত্তি নেই। রাজ্যের স্কুল সত্যিই বন্ধ হয়েছে, ভারতেও অনেক জায়গায় ছোটদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সকলের শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। আমার এই কথাটা যদি সরকারের বিপক্ষে মনে হয় তাহলে আমি তাই।'