Aasif Khan Hospitalized: আসিফ খান, এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুটি হিট সিরিজ 'পাতাললোক' ও 'পঞ্চায়েত'। হিন্দি মেগার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আসিফের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। অভিনয় প্রতিভায় আপামর দর্শকের দিল জিতে নেন বারবার। সেই সুবাদে রয়েছে অগণিত ভক্ত। আর আসিফ খানের অনুরাগীদের জন্য রয়েছে খারাপ খবর। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন আসিফ খান। মাত্র ৩৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।
/indian-express-bangla/media/post_attachments/f90a4467-b00.jpg)
আরও পড়ুন সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন ICU-তে, কেমন আছেন বরেণ্য সংগীতশিল্পী?
ইনস্টা স্টোরিতে অসুস্থতার খবর নিজই জানিয়েছেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, এখন বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে আসিফকে। ইনস্টা স্টোরিতে অভিনেতা লিখেছেন, 'বিগত ৩৬ ঘণ্টায় উপলব্ধি করেছি জীবন ভীষণ অনিশ্চিত। একদিনও জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। জীবনে যা আছে সেটা নয়ে সন্তুষ্ট থাকুন। সবসময় মনে রাখবেন আপনার জীবনে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগলে রাখুন। জীবন আমাদের কাছে ভগবানের আশীর্বাদ স্বরুপ।'
আরও পড়ুন স্যালাইনের নল-একের পর এক ইনজেকশনে ক্ষতবিক্ষত! হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
ইন্ডিয়া টুডে-কে আসিফ বলেছেন, 'শেষ কয়েক ঘণ্টা আমি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগেছি। এখন আগের তুলনায় নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে। এই কথাটা বলার মধ্যেও একটা আনন্দ হচ্ছে। সকলের ভালবাসা, প্রার্থনায় আমি আপ্লুত। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান। আশা করি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারব। ততক্ষণ আমার জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন।'
আরও পড়ুন হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ানের ৫ বছরের সন্তান, কী হয়েছে ছোট্ট সোনার?
পঞ্চায়েত-এ গণেসের চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন আসিফ। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জীতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়জল মালিক, ও সানভিকা। এছাড়াও আছেন দুর্গেস কুমার, অসোক পাঠক, সুনীতা রাজওয়ার ও পঙ্কজ ঝা। পঞ্চায়েতের আগে পাতাললোক সিজন ১-এ কবীরের ভূমিকাতেও মাত দিয়েছিলেন আসিফ। জুনিয়র আর্টাস্ট হিসেবে 'রেডি'-তে কেরিয়ার শুরু করেন। এরপর অগ্নিপথ, টয়লেট এক প্রেম কথা, কাকুদা-র মতো কয়েকটি ছবিতে কাজ করেছেন। আসিফ অভিনীত শেষ ছবি হরর কমেডি 'দ্য ভূতনি'।
আরও পড়ুন গৃহপ্রবেশের সাফল্যের মাঝেই আচমকা অসুস্থ, হাসপাতালে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত