Farida Parveen Hospitalized: বিগত বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। বর্ষীয়ান শিল্পীর অসুস্থতার খবরে কপালে চিন্তার ভাঁজ অনুরাগীদের। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছে। সেই সঙ্গে রক্তে রয়েছে সংক্রমণ। ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বনামধন্য শিল্পী ফরিদা পারভীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন? বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে চিকিৎসকআশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন। রবিবার থেকে ডায়ালাইসিস চলছে।
আরও পড়ুন হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ানের ৫ বছরের সন্তান, কী হয়েছে ছোট্ট সোনার?
আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, 'শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। এখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে। এর আগে ফরিদা পারভীনের চিকিৎসার প্রয়োজনে দুই দফায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা আন্তরিকভাবে তাঁর সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন। ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে খুব ধীর গতিতে।' এই খবরে খানিকটা স্বস্তিতে পরিবার ও ভক্তরা।
আরও পড়ুন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, এখন কেমন আছেন?
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তির দিনই শারীরিক অবস্থা ভাল না হওয়ার দরুণ আইসিইউ-তে ভর্তি করানো হয়। শিল্পীর অসুস্থতা নিয়ে যখন উদ্বিগ্ন পরিবার তখন আচমকা রটে যায় তাঁর মৃত্যুসংবাদ। এই ঘটনায় খুবই বিব্রত হয় বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পরভীনের পরিবার।
আরও পড়ুন গৃহপ্রবেশের সাফল্যের মাঝেই আচমকা অসুস্থ, হাসপাতালে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত
শিল্পীর শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বামী গাজী আবদুল হাকিম বলেছিলেন, 'সার্বিকভাবে তাঁর অবস্থা খুব একটা ভাল নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল থাকে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না। হাঁটতেও পারেন না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।' ফরিদা পারভীন বাংলাদেশের বিশিষ্ট লোকশিল্পী। তাঁকে বলা হয় 'ক্যুইন অফ লালন সং'।
প্রসঙ্গত, ৪ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। Pancreatitis-এর চিকিৎসার জন্য খুলনায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে রথযাত্রার দিন যখন চারিদিকে উৎসবের মরশুম তখন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতেৈ হয়েছিল জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটার হিরো আলমকে। ঘুমের ওষুধের মাত্রাতিরিক্ত ডোজেই অসুস্থ হয়ে পড়েছিলেন।