/indian-express-bangla/media/media_files/2025/04/23/H22knHEyYZsbVUC2Kkry.jpg)
রাগে-ক্ষোভে দুঃখে আগুন তারকারা...
Pahalgam Terror Attack on 2025-Bollywood: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখ খান, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, শাহিদ কাপুর, সামান্থা রুথ প্রভু এবং করণ জোহর সহ বিনোদন জগতের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সংঘটিত এই হামলা উভয় রাজনৈতিক নেতা এবং সেলিব্রিটিদের কাছ থেকে নিন্দার ঢেউ ছড়িয়ে দিয়েছে। আলিয়া তার ইনস্টাগ্রামে একই বিষয়ে তার মতামত শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা চোপড়াও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং শোক প্রকাশ করেছেন।
Kashmir,heaven on planet earth turning into hell. Innocent people being targeted, my heart goes out to their families . Ek bhi innocent ko marna puri kainath ko marne ke barabar hai
— Salman Khan (@BeingSalmanKhan) April 23, 2025
শাহরুখ ( shah-rukh-khan ) তার এক্স অ্যাকাউন্টে লেখেন, 'পহেলগাঁওয়ে বিশ্বাসঘাতকতা ও অমানবিক হিংসার ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করতে শব্দ হারিয়েছি। গভীর এই ক্ষত বারবার নানা প্রশ্ন তুলছে। আসুন আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হই, শক্ত হয়ে দাঁড়াই এবং এই জঘন্য কাজের বিরুদ্ধে ন্যায়বিচার পাই তাই চেষ্টা করি।" সলমন খানও ( Salman Khan ) এক্স হ্যান্ডেলে এই ঘটনার জন্য তার বেদনা ভাগ করে নিয়েছিলেন এবং লিখেছিলেন, "কাশ্মীর, পৃথিবীর স্বর্গ, নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। একজন নিস্পাপকে মেরে ফেলা গোটা বিশ্বের মানুষেক মারার সমান।"
Taslima Nasrin on Pahalgam Attack: 'ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন…
আলিয়া ভাটও ( Alia Bhatt ) একটি হৃদয়বিদারক মন্তব্য শেয়ার করেছেন যেখানে লেখা হয়েছে, "পহেলগাঁওয়ের খবরটি হৃদয়বিদারক। ঝরে গেল নিরীহ প্রাণ। পর্যটক, পরিবার, মানুষ যারা শুধু ... সৌন্দর্যের খোঁজে, শান্তির খোঁজে সেখানে গিয়ছিলেন, আর এখন শুধুই দুঃখ। আর তার অসহনীয় যন্ত্রণা। যখনই এ ধরনের ঘটনা ঘটে, তখনই তা আমাদের অভিন্ন মানবতাকে ছিন্নভিন্ন করে দেয়। সেই আত্মারা শান্তিতে থাকুক। এবং যারা পিছনে পড়ে আছেন তারা যেন কোনওভাবে শক্তি খুঁজে পান।"
War based Top 4 Pictures: শত্রুদের ঘরে ঢুকে খতম করে ভারতীয় সেনা, রক্ত গরম হবে এই ৪টি ছবি দেখলে...
পহেলগাঁও হামলা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে শাহিদ কাপুরও লেখেন, 'পহেলগাঁওয়ে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে যন্ত্রণা ছাড়া আর কিছুই আসে না। কারও ঈশ্বর কখনই মেনে নেবেন না।" প্রিয়াঙ্কা চোপড়া ( Priyanka Chopra ) দূর দেশে থাকলেও দেশের মানুষের জন্য তাঁর মন কাঁদছে। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলায় তিনি "গভীরভাবে উদ্বিগ্ন", এবং ইনস্টাগ্রামে তার পোস্টে লিখেছেন, "পহেলগাঁওয়ে যা ঘটেছে তা নিন্দনীয়। ছুটিতে, হানিমুনে, পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছিলেন মানুষ, শুধু কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার জন্য। এত নিরীহ প্রাণ ঝড়ের কবলে পড়ল, তাদের প্রিয়জনদের সামনেই টার্গেট করা হল। ধিক্কার!"