Pahalgam Terror Attack 2025: ' কাশ্মীর ভারতের, আর কাশ্মীরিরা...', পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তানকে হাসির পাত্র বানিয়ে ছাড়লেন অভিনেতা?

Vijay Devarakonda Trolled Pakistan: এবার দক্ষিণী তারকা বিজয় দেভেরাকোন্ডা এই প্রসঙ্গেই মুখ খুলেছেন। এক তো, তিনি আওয়াজ তুলেছিলেন প্রথম দিন। কাশ্মীরে নিজের ছবির শুটিংয়ে গিয়েছিলেন। এবং সেইসব দিনের সুন্দর স্মৃতি আজও ভেসে আছে তাঁর মনে…

Vijay Devarakonda Trolled Pakistan: এবার দক্ষিণী তারকা বিজয় দেভেরাকোন্ডা এই প্রসঙ্গেই মুখ খুলেছেন। এক তো, তিনি আওয়াজ তুলেছিলেন প্রথম দিন। কাশ্মীরে নিজের ছবির শুটিংয়ে গিয়েছিলেন। এবং সেইসব দিনের সুন্দর স্মৃতি আজও ভেসে আছে তাঁর মনে…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vijay deverakonda trolled pakistan

কী বললেন ক্ষুব্ধ বিজয়? Photograph: (Instagram)

Vijay Devarakonda on Pakistan: পাকিস্তান এবং পহেলগাঁও ( Pahalgam Attack 2025 ) নিয়ে নানা আলোচনা। তাঁর থেকেও বড় কথা, দেশের একের পর এক তারকারা নানা ধরনের মন্তব্য রাখছেন। কেউ কেউ, নিজের সমাজ মাধ্যমে বক্তব্য রাখছেন, আবার কেউ কেউ ছবির প্রমশনে গিয়ে নিজের দাবিদাওয়া পেশ করছেন। সেরকমই দক্ষিণের এক তারকা মুখ খুলেছেন পাকিস্তানকে নিয়ে। যেই ভারতের তরফে নানা ধরনের চুক্তি এবং নিয়মনীতি খতিয়ে দেখা হল, পাল্টা পাকিস্তানের তরফেও একই রকমের কিছু বক্তব্য পেশ করা হয়েছে।

Advertisment

আর এবার দক্ষিণী তারকা বিজয় দেভেরাকোন্ডা এই প্রসঙ্গেই মুখ খুলেছেন। এক তো, তিনি আওয়াজ তুলেছিলেন প্রথম দিন। কাশ্মীরে নিজের ছবির শুটিংয়ে গিয়েছিলেন। এবং সেইসব দিনের সুন্দর স্মৃতি আজও ভেসে আছে তাঁর মনে। খুশি ছবির শুটিংয়ে সামান্থা এবং গোটা টিমের সঙ্গে দারুণ সব মুহূর্ত কাটিয়েছেন। আর এবার তো পাকিস্তানকে নিয়ে রীতিমত খোরাক করলেন বিজয়। অভিনেতা যা বললেন, তাতে ফের না বিতর্ক শুরু হয়। কী বলছেন তিনি?

Tv Actors-Tollywood: দুই বউ একে অপরের মুখোমুখি, টলিপাড়ার বুকে হইহই কান্ড! 'চিড়েচ্যাপ্টা' অভিনেতা স্বামী যা করলেন...

Advertisment

বিজয়ের কথায়, "কাশ্মীরে যা ঘটছে তার সমাধান হল সন্ত্রাসীদের শিক্ষিত করা এবং নিশ্চিত করা যে এটা তাদের মগজ ধোলাই হচ্ছে না। কাশ্মীর ভারতের, এবং কাশ্মীরিরাও আমাদের। দুই বছর আগে, আমি কাশ্মীরে খুশির শুটিং করেছি। তাদের (স্থানীয়দের) সাথে আমার খুব ভালো স্মৃতি এবং সম্পর্ক রয়েছে।" এখানেই শেষ না। বিজয় আরও কিছু বললেন। পাকিস্তানের মানুষদের তাঁদের সরকারের ওপর যে বিশেষ রাগ আছে, একথাও বলে বসলেন তিনি। বিজয় বললেন...

Bengali Actress: ফিরতে ইচ্ছে করত না শশুরবাড়িতে, প্রেগন্যান্সির ৪ মাসেই…

"পাকিস্তান তাদের নিজেদের দেশের মানুষের দেখাশোনা করতে পারে না। যাদের কাছে পর্যাপ্ত বিদ্যুৎ এবং জল নেই, তারা এখানে কী করতে পারে? ভারতের পাকিস্তান আক্রমণ করারও দরকার নেই, কারণ পাকিস্তানীরা নিজেরাই তাদের সরকারে বিরক্ত এবং যদি এটি চলতে থাকে তবে তারা নিজেরাই তাদের আক্রমণ করবে। আমাদের মানুষ হিসেবে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং একে অপরকে ভালোবাসা উচিত। আমাদের সবসময় মানুষ হিসেবে এগিয়ে যাওয়া উচিত এবং ঐক্যবদ্ধ থাকা উচিত। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখা যাক কী হয়।"

pahalgam terror attack Pahalgam Vijay Deverakonda