Kashmir Based Top 5 Films: শব্দ জড়িয়ে যাবে, কাশ্মীর জড়িত এই ৫টি ছবি দেখলে যেমন গা জ্বলবে, তেমনই কান্না থামাতে পারবেন না..

Pahalgam attack on 2025: যারা সুযোগ পাননি নিজে গিয়ে সেই সৌন্দর্য উপভোগ করার, তাঁরা যেন ক্যামেরার লেন্সে অদ্ভুত ভাবে চেয়ে থেকেছেন। আবার সেই কাশ্মীরের গরম খবরকে মাথায় রেখে, নানা ধরনের ছবি তৈরি হয়েছে।

Pahalgam attack on 2025: যারা সুযোগ পাননি নিজে গিয়ে সেই সৌন্দর্য উপভোগ করার, তাঁরা যেন ক্যামেরার লেন্সে অদ্ভুত ভাবে চেয়ে থেকেছেন। আবার সেই কাশ্মীরের গরম খবরকে মাথায় রেখে, নানা ধরনের ছবি তৈরি হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
The Kashmir Files

Kashmir based films: দেখুন সেসব ছবি, এক ঝলকে...

Kashmir Based Top 5 Films: চারিপাশের মসৃণ সবজে তৃণভূমি যেন কল্পনাও করতে পারেনি যে তারা সাক্ষী থাকবে এমন এক ঘটনার যা সবুজ গালিচায় রক্তের দাগ ফেলে দেবে। সন্ত্রাস আজ কেড়েছে ভূস্বর্গের সৌন্দর্য। শুধু তাই নয়, নিরীহ মানুষের প্রাণ গিয়েছে আজ। পরিবারের সঙ্গে আনন্দ এবং ভ্রমণ পিপাসা যে তাঁদের শ্বাস কেড়ে নিয়ে চলে যাবে কেউ বোধহয় কল্পনাও করতে পারেনি। কিন্তু, এই কাশ্মীর - যাকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের ছবি। সারা দেশের মানুষ সেইসব ছবি দেখেছেন।

Advertisment

যারা সুযোগ পাননি নিজে গিয়ে সেই সৌন্দর্য উপভোগ করার, তাঁরা যেন ক্যামেরার লেন্সে অদ্ভুত ভাবে চেয়ে থেকেছেন। আবার সেই কাশ্মীরের গরম খবরকে মাথায় রেখে, নানা ধরনের ছবি তৈরি হয়েছে। যেগুলি মানুষের মন জয় করেছে, আবার কোনও কোনও ছবি মারাত্মক বিতর্ক সৃষ্টি করেছে। একঝলকে দেখে নেওয়া যাক সেসব ছবি।

উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক: ভিকি কৌশল এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়ে গেলেন। কাশ্মীর নিয়ে এই ছবি দারুণ জনপ্রিয় হয়। এবং মনে নাড়া দেবে এই ছবি। ভারতীয় সেনা কাশ্মীরকে প্রতিরোধ করতে যে কী করতে পারে, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।

Bhaswar Chatterjee on Pahalgam Attack: রক্তাক্ত ভূস্বর্গ, 'কাশ্মীরি বন্ধুদের জীবন শেষ হয়ে যাবে, বাচ্চাগুলোর যে...!', পহেলগাঁও ঘটনার পর অন্দরের খবর দিলেন ভাস্বর

Advertisment

দ্যা কাশ্মীর ফাইলস: এই ছবির মত বিতর্ক খুব কম ছবিতে হয়েছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি আলোড়ন ফেলে দিয়েছিল। ১৯৯০ সালের কাশ্মীরি হিন্দু পন্ডিতদের দুর্দশা নিয়ে তৈরি এই ছবি ভারতকে কাঁপিয়ে দেয়। অভিনয় করেছিলেন, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, আরও অনেকে।

মিশন কাশ্মীর: হৃতিক রোশন এবং সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি সাংঘাতিক আইকনিক কাশ্মীর সীমান্ত নিয়ে। এক ছেলের পরিবার হারানোর গল্প এটি। কাশ্মীরি আপরাইসিং নিয়ে নির্মিত এই ছবি।

রাজি: এই ছবি এক এমন মেয়ের, যে তাঁর নিজের দেশের জন্য পরদেশে গিয়ে নানা কান্ড করতে পেরেছিল। সীমান্ত ক্রশ করে, পাকিস্তানে পাড়ি দিয়ে সমস্ত কিছুই নিজের নখদর্পণে করে নেয় সে। আলিয়া ভাট এই ছবিতে যা অভিনয় করেছিলেন তার জন্য প্রসংশার যোগ্য।

Pahalgam terror attack 2025: 'কাপুরুষের মতো কাজ', 'অপদার্থ!' পহেলগা…

শেরশাহ: এই ছবি নিয়ে নতুন করে কিছু বলার নেই। দেশের অন্যতম নায়ক পিভিসি বিক্রম বাত্রার নেতৃত্বে ভারতীয় সেনার এক অদম্য লড়াইয়ের গল্প। কার্গিল যুদ্ধ সারা পৃথিবীতে বিখ্যাত। সেই নিয়েই এই ছবি। এবং সিদ্ধার্থ মালহোত্রা এই ছবিতে কাঁপিয়ে দিয়েছেন নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে।

pahalgam terror attack Pahalgam kashmir jammu and kashmir