/indian-express-bangla/media/media_files/2025/10/06/cats-2025-10-06-10-51-41.jpg)
সত্যিই বিচ্ছেদ নাকি....?
Feroze Khan-Dr Zainab: তারকাদের জীবন যেন খোলা বই! ব্যক্তিগত জীবন নিয়ে নিত্য নতুন গসিপ তো পেজ ৩-এর হট কেক। সম্প্রতি রটে যায়, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার ভাঙছে পাক অভিনেতা ফিরোজ খানের। বুধবার রাতে ফিরোজ খানের ইনস্টা স্টোরির একটি পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উদ্বেগ প্রকাশ করে অনুরাগীরা। দ্বিতীয় স্ত্রী ড. জায়নাবের সঙ্গে দাম্পত্যে সমস্যা সংক্রান্ত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। কিছুক্ষণের মধ্যেই সেটি আবার সরিয়েও দেওয়া হয়। আচমকা এমন ঘটনার নেপথ্যে বিশেষ কোনও কারণ? ফিরোজ জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’হয়েছিল। এই বিষয়টিকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া ইউজারদের সতর্ক করেছেন অভিনেতা।
/indian-express-bangla/media/post_attachments/faca8910-e2c.jpg)
পোস্টটিতে লেখা ছিল, 'আমি একপ্রকার বাধ্য হয়ে এবং ব্ল্যাকমেলের শিকার হয়ে এই সম্পর্কে রয়েছি'। যা দেখে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। আরও লেখা ছিল, 'আমার মা ও বোনকে অপমান করা হয়েছে। তখনই আমাদের সম্পর্কটা আমার কাছে শেষ হয়ে গিয়েছে। আমাকে বলা হচ্ছে যদি আমি মা বা আমার সন্তানদের পাশে থাকি তাহলে আমার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনা হবে। আমি এটা শেয়ার করছি কারণ প্রত্যেকেরই কখনও না কখনও সাহায্যের প্রয়োজন হয়, আমারও তাই হয়েছে। আমি নিশ্চিত, আমার ভক্তরা আমাকে বিশ্বাস করবেন।'
আরও পড়ুন তাসের ঘরের মতো ভেঙে গেল ১২ বছরের দাম্পত্য! বিবাহবিচ্ছেদ 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' খ্যাত অভিনেতার
আরও একটি বিষয়ের উল্লেখ ছিল। ফিরোজ লিখেছিলেন, 'আমি অনেক প্রজেক্টে কাজ করেছি। কখনও কাউকে কষ্ট দিইনি, সব সময় ভদ্র ও সদয় থেকেছি। আমি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেখাচ্ছি এবং নিয়মিত ওষুধ সেবন করছি। কিন্তু আমার ইমেজ নষ্ট করে পরিচিতদের নজরে খারাপ প্রমাণ করতে চাইছে। আমার ক্ষতি করতে দৃঢ় প্রতিজ্ঞ।' উল্লেখ্য, এই পোস্টটি ড. জায়নাবকে ট্যাগ করে লেখা ছিল, তুমি আর এই বাড়িতে ফিরে এসো না।
পোস্টটি সরিয়ে ফেলার পর অভিনেতা নিশ্চিত করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দরুণ এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট শেয়ার হয়েছে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সৈয়দা আলিজা সুলতানের সঙ্গে ফিরোজ খানের চার বছরের দাম্পত্য ছিল। তাঁদের দুই সন্তান সুলতান ও ফাতিমা। গত বছর অর্থাৎ ২০২৪-এর মে মাসে ড. জায়নাবকে বিয়ে করেন।
আরও পড়ুন ৯ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের পথে টেলিভিশনের পাওয়ার কাপল, চর্চা তুঙ্গে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us