/indian-express-bangla/media/media_files/2025/09/18/cats-2025-09-18-11-56-30.jpg)
দাম্পত্যে ইতি?
Varun Kapoor Dhanya Mohan: হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ বরুণ কাপুর। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। হিন্দি মেগা 'স্বরাগিনী – জোড়ে রিস্তো কে সুর','সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হাসপাতাল'-এ অভিনয়ের সুবাদে দর্শকের দরবারে জনপ্রিয় বরুণ। আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে অভিনয়ও দর্শকমহলে প্রশংসিত। এই মুহূর্তে বরুণ ভক্তদের জন্য রয়েছে খারাপ খবর। দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরে এমনই খবর। এক বিশ্বস্ত সূত্র মারফৎ টাইমস অফ ইন্ডিয়া জেনেছে, দু'সপ্তাহ আগেই আলাদা হয়ে গিয়েছে বরুণ ও তাঁর স্ত্রী ধন্যা মোহন। ১০ বছরেরও বেশি সময় কাটানোর পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন দম্পতি।
সাম্প্রতিক অতীতে বরুণ তাঁর স্ত্রী ধন্যা মোহনকে 'ব্যাকবোন' বলে সম্বোধন করেছিলেন। বিবাহবিচ্ছেদ তাঁদের দু'জনের জীবনেই নতুন মোড় নিয়ে আসবে সে কথা বলার অবকাশই নেই। ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, বরুণ এখন নিজেকে সম্পূর্ণভাবে কাজে ব্যস্ত করে ফেলেছেন। তবে দম্পতির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি । ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন বরুণ। সাম্প্রতিক অতীতে, টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগতজীবন নিয়ে বরুণ কী বলেছিলেন?
আরও পড়ুন 'গণেশ চতুর্থীর দিনই...', গোবিন্দা-সুনীতার ৩৮ বছরের দাম্পত্যে ইতি! কী জানালেন অভিনেতার আইনজীবী?
অভিনেতা জানান, 'ধন্যা বেশিরভাগ সময় বিমানেই থাকে আর আমি শ্যুটিং করি। বিয়ের সময়ই আমরা জানতাম এভাবেই আমাদের জীবন চলবে। আমার এখনও মনে হয় আমি অর্ধেক অবিবাহিত আর অর্ধেক বিবাহিত। কারণ মাসে প্রায় ১৫ দিন আমি একাই বাড়ি সামলাই। তবে ভালোই লাগে। আমাদের মধ্যে দূরত্ব থাকলেও পরস্পরের সঙ্গে সময় কাটানোর জন্য অপেক্ষা করি। আমরা আমাদের সময় সেই অনুযায়ী ম্যানেজ করার চেষ্টা করি।'
আরও পড়ুন বিচ্ছেদের পরও সব্যসাচীকে ভুলতে পারছেন না! সিঁথিতে সিঁদুর উঁকি দিতেই কটাক্ষের শিকার সুস্মিতা
হাসতে হাসতে তিনি আরও বলেছিলেন, 'যদি আমার কোনও মহিলা ফ্যান ফলোয়িং না থাকে তবে আমার স্ত্রী বোর হয়ে যাবে। মানুষ আমাকে ভালোবাসছে দেখে ও খুব খুশি হয়। ও মোটেও নিরাপত্তাহীনতায় ভোগে না। কারণ ও জানে দিনের শেষে আমি ওঁর কাছেই ফিরে আসব।' তখনই বরুণ ধন্যাকে তাঁর ব্যাকবোন হিসেবে বর্ণনা করেছিলেন।
বরুণ বলেছিলেন, 'বিয়ের পর জীবন আরও সুন্দর হয়েছে, অনেক পরিবর্তন এসেছে। সবসময় কেউ না কেউ থাকে আমার সমস্যাগুলো ভাগ করে নেওয়ার জন্য পাশে থাকে। বিয়ের পর সবসময় একজন থাকে যে আমার সব কথা শুনবে। আমার স্ত্রী আমার মেরুদণ্ডের মতো।' ২০১৩ সালের ২৪ জানুয়ারি পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিকা ধন্যা মোহনের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বরুণ। দীর্ঘ ১২ বছরের দাম্পত্যে ছেদের খবরে দম্পতি সিলমোহর দেয় নাকি বরাবরের মতো এবারেও ব্যক্তিগতজীবনকে লাইমলাইট থেকে দূরে রাখবেন সেটা তো সময় বলবে।
আরও পড়ুন ৯ বছরের দাম্পত্যে ইতি! বিবাহবিচ্ছেদের পথে টেলিভিশনের পাওয়ার কাপল, চর্চা তুঙ্গে