Anita Ayoob-Dev Anand Relationship: রূপোলি দুনিয়ার চাকচিক্যের অন্তরালে চলে যায় তারকাদের জীবনের বহু অজানা কাহিনি। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ একটা সময় পাক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন। শুধু তাই নয়, তাঁরা সহবাস পর্যন্ত করতেন। সাম্প্রতিক অতীতে Lehren-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুব দেব আনন্দের সঙ্গে সম্পর্কের কথা খোলসা করেছিলেন। নয়ের দশকে একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন দেব আনন্দ ও অনিতা। অল্প সময়ের ব্যবধানে তাঁদের ঘন ঘন কাজ ঘিরে অনেক গুঞ্জন শোনা যেত ইন্ডাস্ট্রির অন্দরে। অনিতাকে যখন দেব আনন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, 'ওঁর সঙ্গে আমার সব রকমের সম্পর্ক গড়ে উঠেছিল। কখনও বড় দাদা তো কখনও বাবা, আবার কখনও প্রেমিক বা মায়ের মতো।'
পাক তারকা অনিতা আরও জানান, ডেনমার্কে থাকাকালীন তাঁরা চার সপ্তাহ একসঙ্গে ছিলেন। তিনি থাকতেন দোতলায় আর দেব আনন্দ থাকতেন তিন তলায়। একসঙ্গে প্রতিদিন সময় কাটানোর ফলে তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়েছিল এবং তিনি দেব আনন্দকে আরও ভালভাবে-আরও কাছ থেকে জানার সুযোগ পেয়েছিলেন। অনিতার মতে, 'প্রতিদিন একসঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত সময় কাটিয়ে একজন মানুষকে পুরোপুরি চিনে ফেলা যায়। আমি তাকে প্রেমিক, মা, বাবা, ভাই যে কোনও সম্পর্কেই গ্রহণ করতে পারি। যে যাঁর দৃষ্টিকোণে আমাদের সম্পর্ককে দেখতে পারেন। আমার কোনও আপত্তি নেই।'
আরও পড়ুন হেমা-অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার, আজীবন পার্শ্বচরিত্রের জন্য আপশোস! ৩৩-এ রহস্যমৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর
পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুব ১৯৮৭ সালে টিভি সিরিজ 'গর্দিশ'–এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। এরপর দেব আনন্দের বিপরীতে পেয়ার কা তারানা-র মাধ্যমে বলিউডে অভিষেক হয়। একটি বিজ্ঞাপনে অনিতাকে দেখে দেব আনন্দ নিজেই নাকি তাঁকে এই ছবিতে অভিনয়ের সুযোগ দেন। পরে তাঁরা একসঙ্গে 'গ্যাংস্টার' ছবিতেও অভিনয় করেন।
আরও পড়ুন 'ওয়ার ২'-কে বুড়ো আঙুল দেখিয়ে রেকর্ড 'ধূমকেতু'র, অগ্রিম টিকিট বুকিংয়ে ইতিহাস গড়ল দেব-শুভশ্রী
১৯৯৫ সালে অনিতা ভারতীয় গুজরাটি ব্যবসায়ী সৌমিল প্যাটেলকে বিয়ে করেন এবং বিয়ের পর নিউ ইয়র্কে স্থায়ী হন। তাদের এক ছেলে, শেজার জন্ম নেয়। তবে পরে তাদের দাম্পত্যে ভাঙন ধরে এবং বিচ্ছেদ হয়। পরবর্তীতে অনিতা দ্বিতীয়বার বিয়ে করেন পাকিস্তানি ব্যবসায়ী সুবাক মজিদকে।
আরও পড়ুন 'এখন আর কেউ আমাকে...', ক্যানসার আক্রান্ত হওয়ার পর কোন মনোকষ্টে দিন কাটছে হিনার?