Actress Tragic Death: হেমা-অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার, আজীবন পার্শ্বচরিত্রের জন্য আপশোস! ৩৩-এ রহস্যমৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর

Bollywood Actress: সিনেদুনিয়ায় নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করার আগেই কেরিয়ারে এমন কিছু নজিরবিহীন কাজ করেছিলেন যা দর্শকের মনে দাগ কেটেছিল। কিন্তু, ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৩৩ বছর বয়সী অভিনেত্রীর দেহ। কে তিনি?

Bollywood Actress: সিনেদুনিয়ায় নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করার আগেই কেরিয়ারে এমন কিছু নজিরবিহীন কাজ করেছিলেন যা দর্শকের মনে দাগ কেটেছিল। কিন্তু, ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৩৩ বছর বয়সী অভিনেত্রীর দেহ। কে তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর নিথর দেহ

Bollywood Actress Ruksana Death: রূপোলি দুনিয়ার আড়ালে অভিনয় জগৎ-এর শিল্পীদের অনেক যন্ত্রণা চাপা পড়ে যায়। সেইরকমই এক অভিনেত্রী রুকসানা। হেমা মালিনীর সঙ্গে 'ড্রিম গার্ল' ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু, মাত্র ৩৩-এ থমকে যায় জীবন। মুম্বইয়ের মহিম এলাকায় এক দরিদ্র পরিবারে ১৯৫০-এর দশকের শেষের দিকে জন্ম রুকসানার। সাদামাটা জীবনেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুনেছিলেন দুচোখে। সিনেদুনিয়ায় নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করার আগেই কেরিয়ারে এমন কিছু নজিরবিহীন কাজ করেছিলেন যা দর্শকের মনে দাগ কেটেছিল। কিন্তু, ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৩৩ বছর বয়সী রুকসানার নিথর দেহ। 

Advertisment

১৯৭৭-এ 'ড্রিম গার্ল' ও ১৯৭৫ 'প্রতিজ্ঞা'-র মতো ছবিতে ছোট চরিত্রে নজর কেড়েছিলেন। কিছুটা পরিচিতি পেয়েছিলেন কিন্তু যে স্বীকৃতি তিনি চাইছিলেন তা অধরাই রয়ে যায়। ১৯৭৮ সালে 'মুকাদ্দর কা সিকন্দর'-এ অমিতাভ বচ্চনের বোনের চরিত্রে অভিনয় ছিল রুকসানার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়ে তিনি হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পার্শ্ব অভিনেত্রী।

Advertisment

এরপর তিনি লাওয়ারিস, এক দুঝে কে লিয়ে, খুদ্দার ও রাজিয়া সুলতান-র মতো বড় ছবিতে কাজের প্রস্তাব পান। চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করতেন। হেমা মালিনীর সঙ্গে চেহারার সাদৃশ্যের জন্য তাঁকে অনেকেই বলিউডের ড্রিম গার্ল-র সঙ্গে তুলনা করতেন। এই কারণেই তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন মধু মালিনী। এই নামেই তিনি ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান।

আরও পড়ুন সন্তানের ডেবিউ মুভির আগেই অকাল মৃত্যু, জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর মর্মান্তিক পরিণতি

১৯৮৩ সালের 'অবতার' -এ এক খল চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়। তবুও পার্শ্ব চরিত্র হিসেবেই বারবার কাজের প্রস্তাব পেয়েছেন। কখনও নায়িকা হওয়ার সুযোগ পাননি। বলিউডে প্রধান চরিত্র না পেলেও তিনি আঞ্চলিক ছবিতে সাফল্য পান। পঞ্জাবি, মালায়ালি, তামিল, কন্নড়, তেলুগু ও গুজরাটি ছবিতে অভিনয় করে নিজের পায়ের তলার জমি শক্ত করেন।

আরও পড়ুন সিনেমা মুক্তির আগেই অকাল প্রয়াণ! পুরস্কারপ্রাপ্ত ছবির সাফল্য উপভোগের সুযোগ হয়নি অমিতাভের ছবির প্রযোজকের

১৯৮৩ সালে পঞ্জাবি ছবি 'অম্ব্রি'-তে তিনি নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান। কিন্তু আটের দশকের শেষ দিকে হঠাৎই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। নিজের ফ্ল্যাটে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তদন্তে কোনও বড় অগ্রগতি হয়নি। অবশেষে মামলা বন্ধ হয়ে যায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৩৩ বছর।

আরও পড়ুন মৃত্যুর আগে কার সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ? শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন পরিচালক মধুমিতা

Bollywood News bollywood actress