Nabomita Chatterjee Weeding Look: লাল টুকটুকে বেনারসী, সিঁথিতে চওড়া সিঁদুর!! বধূবেশে ছাদনাতলায় ঠিক এমন সাজেই সকলকে চমকে দিয়েছিলেন মহানায়ক উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়। অতীতের তিক্ত বিবাহবিচ্ছেদ যন্ত্রণা ভুলে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন অভিনেত্রী, প্রথম দেখাতে অনেকেই এমনটা ভেবেছিলেন। কিন্তু, সব ভাবনায় জল ঢেলে দিয়েছেন খোদ নবমিতাই। একটু ভাল করলে খেয়াল করলে দেখা যাবে ছবি পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে 'থ্রো ব্যাক'। বাজল তোমার আলোর বেণু ধারাবাহিকের শুটিংয়ের একটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নবমিতা। এই ছবিটা শেয়ার করার নেপথ্যে রয়েছে একটি মজার ঘটনা। তাঁর কথায়, 'সিরিয়ালে সাধারণত হিরো-হিরোইন বা দাদা-দিদিদেরই বিয়ে হয়। ছোট কাকিমার বিয়ে সাধারণত হয় না। কিন্তু, আমার হয়েছে। তাই এটা একটু মজা করে দিয়েছি।'
জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে ইচ্ছে করে না?
আসল বিয়ে একবারই হয়েছিল। আর ইচ্ছেও নেই। সিরিয়ালে বিয়ে হলে অনেকবার করতে পারি কিন্তু, বাস্তবে আর নয়। আসলে জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়াই যায়। কিন্তু, তার জন্য তো মানুষের সঙ্গে মিশতে হবে। আমি ভীষণ ঘরকুনো একজন মানুষ। যদি কোথাও যাই সেখানে চেনা-পরিচিত মানুষজনই থাকে। বন্ধুবান্ধব থাকে, আর ইন্ডাস্ট্রিতে এখন যাঁরা বন্ধু হয়েছে তাঁরা আমার থেকে অনেকটাই ছোট। তাছাড়া কাউকে দেখেও কখনও মনের মধ্যে ওইরকম বিষয়টা আসেনি যে বাহ, ওকে তো বেশ দেখতে। ভাল লাগছে। বিয়ে নিয়ে ভাবা যায়। এখন যদি কোনও সুপুরুষ সামনে এসে দাঁড়ায় তখন শুধু মনে হয়, বাহ! ভাল দেখতে। ব্যাস, এই পর্যন্তই। এর বাইরে আর কিছু নয়। ইচ্ছেটা হয় না যে গিয়ে তাঁর সঙ্গে কথা বলব বা ভবিষ্যৎ প্ল্যানিং করব। তাই জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার বিষয় নিয়েও আর ভাবিনি কখনও।
মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কেন রাজি হলেন?
আমার বয়সে অনেক বন্ধুবান্ধবরা বড় হিরো-হিরোইনের মায়ের ভূমিকায় অভিনয় করছে। তাছাড়া একটানা কাজ করতে আমার ভাল লাগে না। নিজেকে মেশিনের মতো মনে হয়। তাই আমি ছোট চরিত্র বা অল্পদিনের শুটিং যেখানে হয় সেই কাজগুলো করতেই পছন্দ করি। আমার ব্রেক মানে এক-দেড়মাসের। আমি ওই ব্রেক পিরিয়ডেই ছিলাম। তখনই আমি বুলেট সরোজিনীতে এই চরিত্রের জন্য প্রস্তাব পাই। স্বর্ণদার (স্বর্ণেন্দু সমাদ্দার) হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা। তাই ওঁর প্রস্তাবে না বলতে পারিনি। এই পথ যদি না শেষ হয়, মালাবদল দুটো কাজ একসঙ্গে করেছি। এটা তৃতীয় কাজ। অতিথি শিল্পী হিসেবে অল্প কয়েকদিনের শুটিং বলেই আমি রাজি হয়েছিলাম। কার্শিয়াং-এ কিছুটা শুটিং হয়েছে। বাকিটা কলকাতায়।
আরও পড়ুন: ১০ বছরের বড় অভিনেত্রীকে বিয়ের স্বপ্ন, ক্রাশ ছিল আরও এক সুন্দরী! মন কি বাত শেয়ার করলেন পরমব্রত