Shoaib Malik-Sana Javed: আয়েশা-সানিয়ার পর তৃতীয় বিয়েতেও ইতি? পাক অভিনেত্রী সানার সঙ্গে ক্রিকেটার শোয়েবের বিচ্ছেদ জল্পনা

Shoaib Malik-Sana Javed Divorce: পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ললিউড অভিনেত্রী সানা জাভেদ? ডিভোর্স গুঞ্জন ঘিরে ফের চর্চায় সেলেব দম্পতি।

Shoaib Malik-Sana Javed Divorce: পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ললিউড অভিনেত্রী সানা জাভেদ? ডিভোর্স গুঞ্জন ঘিরে ফের চর্চায় সেলেব দম্পতি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিচ্ছেদ জল্পনা

Shoaib Malik-Sana Javed Divorce Rumours: ক্রিকেটের ২২ গজের ময়দান আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া বারবার মিলেমিশে একাকার। শর্মিলা ঠাকুর থেকে অনুষ্কা শর্মা, ধনশ্রী বর্মা থেকে সানা জাভেদের মতো অভিনেত্রীরা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেট তারকাদের। যদিও চাহাল-ধনশ্রীর বিচ্ছেদ ঘিরে একে অপরকে দোষারোপ করেছেন। শোনা যাচ্ছে, পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন ললিউড অভিনেত্রী সানা জাভেদ। ডিভোর্স গুঞ্জন ঘিরে ফের চর্চায় সেলেব দম্পতি। টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে দাম্পত্যে ইতি টানার পর সানা জাভেদের সঙ্গে নিকহা করেন। অন্যদিকে সানার প্রাক্তন স্বামীর নাম উমায়ের জাসওয়াল। 

Advertisment

আরও পড়ুন ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ! প্রাক্তনের মন্তব্যে পালটা জবাব দিয়েও পোস্ট মুছলেন করণ

জীবনের নতুন জার্নির শুরুতে শোয়েব ও সানা দুজনের দিকে ধেয়ে আসে চরম কটাক্ষ। তাঁরা নাকি সমান দোষে দুষ্ট, দুজনেই তাঁদের প্রাক্তন সঙ্গীর সঙ্গে দ্বিচারিতা করেছেন। যদিও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সংসার পেতেছিলেন শোয়েব-সানা। ২০২৪ সালের জানুয়ারিতে একপ্রকার গোপনীয়তা বজায় রেখেই ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন। বর্তমানে বিচ্ছেদ চর্চা ঘিরে ফের লাইমলাইটে পাক দম্পতি।

Advertisment

আরও পড়ুন বিয়ের ছবি আর কোনওদিন দেখা যাবে না! 'আদিত্যের জন্যই...', তারকা স্বামীর কোন সত্যি ফাঁস করলেন রানি?

তাঁদের সম্পর্ক নাকি তলানিতে এসে ঠেকেছে। গুঞ্জনের সূত্রপাত, একটি ভিডিও ক্লিপ।  সম্প্রতি শোয়েব-সানার একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইনস্টাগ্রাম ও একাধিক পাক মিডিয়া পোর্টালে ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল বিতর্ক চলছে। ওই ভিডিওতে দেখা যায় একটি অনুষ্ঠানে শোয়েব ও সানা পাশাপাশি বসে আছেন। তবে তাঁদের মধ্যে একটা দূরত্ব রয়েছে এবং একে অপরের সঙ্গে কথা বলার বিষয়টিও এড়িয়ে যাচ্ছে।

আরও পড়ুন AI-এর জমানায় 'অশালীন' ডিপফেক ভিডিও, ইউটিউব ও গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, কত ক্ষতিপূরণের দাবি অভিষেক-ঐশ্বর্যর?

এই দৃশ্য ভাইরাল হতেই নেটিজেনের একাংশ মনে করছেন তাদের সম্পর্কে ফাটল ধরেছে। শুধু তাই নয়, তাঁরা ডিভোর্সের পথে হাঁটতে পারেন বলেও মনে করছেন। তবে কারও মতে আবার এটি হয়ত শুটিংয়ের কোনও মুহূর্ত। যদিও এই চর্চার মাঝে এখনও নিজেদের কোনও বক্তব্য রাখেননি শোয়েব-সানা। আয়েশা সিদ্দিকি, সানিয়া মির্জার পর এবার সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়েও ভেঙে যাবে পাক ক্রিকেট তারকা শোয়েব মালিকের?