/indian-express-bangla/media/media_files/2025/08/29/cats-2025-08-29-14-55-18.jpg)
শাশ্বতকে খোঁচা পল্লবীর
The Bengal Files Controversy: বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। এই ছবি ঘিরে বিতর্ক অব্যাহত। কলকাতায় 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর ক্রমশ সেই বিতর্ক আরও জোড়াল হচ্ছে। এই ছবির অন্যতম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সেই বিতর্ক এড়াতেই তাঁকে একহাত নিয়েছেন 'দ্য বেঙ্গল ফাইলস'-এর সহ প্রযোজন ও বিবেক পত্নী পল্লবী যোশী। News18 Showsha-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী-সহ প্রযোজক বলেছেন, 'শাশ্বতর আরও একটু সাহসী হওয়া প্রয়োজন ছিল। ও ভয়ে আছে। তাই সিনেমাকে সমর্থন করছেন না। আর ভয়ে থাকলে আপনি কী করবেন? ওঁর বক্তব্য থেকেই স্পষ্ট যে ও ভীত। আমি ভেবেছিলাম ওঁর আরও সাহস থাকবে। কিন্তু ভুল ভেবেছিলাম।' ফের বাঙালি অভিনেতাকে সাঁড়াশি আক্রমন পল্লবীর। এবার শাশ্বতকে 'মিথ্যাবাদী' বলে সুর চড়ালেন।
পল্লবীর দাবি, শুটিংয়ের আগেই শাশ্বতকে ছবির কাহিনি, বিষয়বস্তু এবং তাঁর চরিত্র সম্পর্কে সম্পূর্ণ জানানো হয়েছিল। একইসঙ্গে ছবির নাম পরিবর্তনের কথা স্বীকার করেছেন। কাহানি খ্যাত অভিনেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, 'পুরুষ হয়ে সত্যের পক্ষে দাঁড়ান' এবং সরকারী চাপে নতিস্বীকার না করার আর্জি করেছেন। পল্লবীর অভিযোগ, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চাপেই শাশ্বত নিজেকে ছবি থেকে দূরে সরিয়ে রাখছেন। কারণ ছবিটি পশ্চিমবঙ্গের নীতিনির্ধারণের সমালোচনা করেছে।
আরও পড়ুন 'ও ভয়ে আছে তাই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে কাকে খোঁচা অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবীর?
সিদ্ধার্থ কাননের এক সাক্ষাৎকারে পল্লবীকে শাশ্বতের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'আমরা তারকা নির্ভর ছবি বানাই না। প্রত্যেক অভিনেতাকে আমরা বাউন্ড স্ক্রিপ্ট, একটি ফিজিক্যাল স্ক্রিপ্ট দিই। কারণ, তাঁদের নিজেদের চরিত্র নিয়ে চর্চা করা প্রয়োজন। ইন্ডাস্ট্রিতে অনেকে আছেন যাঁরা পুরো স্ক্রিপ্ট দেখান না কারণ তাঁরা গল্প গোপন রাখতে চান। কিন্তু আমরা অভিনেতাদের সম্পূর্ণ স্ক্রিপ্ট দিই যাতে তাঁরা পুরো গল্পটা বুঝতে পারেন।'
তিনি আরও জানান, বিবেক অভিনেতাদের খুব বেশি ডিরেকশন দেন না বরং তাঁদের চরিত্র গড়ে তোলার দায়িত্ব দিয়ে দেন। তাই এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পল্লবীর মতে শাশ্বতের বক্তব্যকে হয়ত ভুলভাবে উপস্থাপন করা হয়েছে অথবা কিছু অভিনেতা পারিপার্শ্বিক চাপের কারণে ছবির প্রচারে অস্বস্তি বোধ করেন। কিন্তু নিজের ছবি মুক্তির আগে সেটিকে খারাপ বলা তিনি কখনই প্রাসঙ্গিক নয় বলে মনে করেন পল্লবী যোশী।
আরো পড়ুন 'ওঁরা ভয় পেয়েই ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ বিবেক পত্নী পল্লবীর
তিনি বলেন, 'শাশ্বতকে চরিত্র সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছিল। ও আমাদের বাড়িতে এসেছে, আমরা সেট দেখিয়েছি, স্ক্রিপ্ট পড়েছে, দৃশ্য পড়েছে, লুক টেস্ট দিয়েছে, পার্টিতে এসেছে। ও নিশ্চয়ই পার্টির চাপের মধ্যে আছে। কিন্তু, আমার একটু হতাশ কারণ একজন নারী হয়ে যদি নিজের জায়গায় অটল থাকতে পারি তবে ও একজন পুরুষ হয়ে নিশ্চয়ই থাকতে পারে। যদি এটা পুরুষদের দুনিয়া হয় তাহলে ও নিজের পুরুষত্ব দেখাক।'