Saswata Chatterjee-The Bengal Files: আগামী ৫ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকেই দানা বেঁধেছে বিতর্ক। বিবেক ও সহ প্রযোজক পল্লবী যোশী দুজনেই দাবি করেছেন, এই ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পল্লবী অকপটে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবিতে প্রশাসনিক ব্যর্থতা চিত্রায়িত হলেই তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও একহাত নিয়েছেন পল্লবী। News18 Showsha-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী-সহ প্রযোজক বলেছেন, তাঁর আরেকটু সাহসী হওয়া প্রযোজন ছিল।
'আরও পড়ুন ওঁরা ভয় পেয়েই ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ বিবেক পত্নী পল্লবীর
শাশ্বত প্রসঙ্গে কেন এমন কথা বললেন পল্লবী? দ্য বেঙ্গল ফাইলস-এ অভিনয় করেছেন শাশ্বত। কিন্তু, বিতর্কের মাঝে তিনি এক সংবাদমাধ্যমকে বলেছেন ছবির নাম পরিবর্তন সম্পর্কে অবগত ছিলেন না। শুধুমাত্র নিজের চরিত্রটুকু সম্পর্কেই তাঁকে ব্রিফ করা হয়েছিল। যদিও এই কথা অস্বীকার করেছেন পরিচালক বিবেক। সেই প্রসঙ্গেই পল্লবী বলেছেন, 'ও ভয়ে আছে। তাই সিনেমাকে সমর্থন করছেন না। আর ভয়ে থাকলে আপনি কী করবেন? ওঁর বক্তব্য থেকেই স্পষ্ট যে ও ভীত। আমি ভেবেছিলাম ওঁর আরও সাহস থাকবে। কিন্তু ভুল ভেবেছিলাম।'
৫৬ বছর বয়সী পল্লবীর সংযোজন, 'বাংলার অভিনেতা হয়েও শাশ্বত এই সময়ে সিনেমাকে সমর্থন না করাটা অত্যন্ত হতাশাজনক। একজন অভিনেতাকে সিনেমায় নেওয়া হয় তাঁর পেশাগত দক্ষতার জন্য। অভিনেতা হিসেবে সম্মান করি। দীর্ঘ কেরিয়ারে একাধিক ভাল কাজ করেছেন। তিনি তারকা পরিবারের সদস্য। ওঁর বাবা ছিলেন নামী অভিনেতা। আমরা বাংলার রাজনীতি নিয়ে কথা বলেছি, স্ক্রিপ্ট দিয়েছি। এটাও জানিয়েছিলাম সিনেমার নাম দ্য দিল্লি ফাইলস–বেঙ্গল চ্যাপ্টার। পরে হয়তো দ্য বেঙ্গল ফাইলস করা হতে পারে। এটা ওয়ার্কিং টাইটেল। সবই ও জানত।'
আরও পড়ুন'তৃণমূলের শেখানো বুলি বলছেন', 'দ্য বেঙ্গল ফাইলস'-র নাম পরিবর্তন প্রসঙ্গে শাশ্বতর মন্তব্যের পালটা পরিচালক
প্রোপাগণ্ডা ছবি বলেই নাকি এত বিতর্ক! News18 Showsha-কে পল্লবী এই প্রসঙ্গে বলেন, 'আমি আর এসব শুনিই না। একটা বাচ্চা যখন খেলনা পায় না তখন কাঁদতেই থাকে। কিন্তু কখনও কখনও সেটাকে উপেক্ষা করতে হয়। তারপর একটা সময় বাচ্চাটি সেই খেলনার কথা ভুলে যায়। আমি এই পরিস্থিতিকে ওইভাবেই দেখছি। কতদিন আর মিথ্যার জবাব দেওয়া যায়?' তিনি আরও একটি বিষয় স্পষ্ট করে দেন, সিনেমায় গোপাল পাঠাকে অসম্মান করা হয়নি।
আরও পড়ুন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আর্জি, রাষ্ট্রপতিকে আবেদন ভিক্টরের
তাঁর কথায়, 'অসম্মান করার কোনও প্রশ্নই নেই। যে অভিযোগপত্র আমাদের কাছে পাঠানো হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের কাছে প্রমাণ আছে। সিনেমা মুক্তি পেলেই সব পরিষ্কার হয়ে যাবে। লাস্ট বাট নট ইন লিস্ট, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি তাঁর বিতর্কিত ফাইলস ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি। এর আগে তিনি বানিয়েছেন 'দ্য তাশখন্দ ফাইলস' (২০১৯) ও 'দ্য কাশ্মীর ফাইলস'। (২০২২)।
Pallavi Joshi-Saswata Chatterjee: 'ও ভয়ে আছে তাই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে কাকে খোঁচা অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবীর?
The Bengal Files Controversy: বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে একহাত নিয়েছেন পল্লবী। News18 Showsha-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী-সহ প্রযোজক বলেছেন, তাঁর আরেকটু সাহসী হওয়া প্রযোজন ছিল।
The Bengal Files Controversy: বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে একহাত নিয়েছেন পল্লবী। News18 Showsha-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী-সহ প্রযোজক বলেছেন, তাঁর আরেকটু সাহসী হওয়া প্রযোজন ছিল।
ভয়ে গুটিয়ে শাশ্বত!
Saswata Chatterjee-The Bengal Files: আগামী ৫ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকেই দানা বেঁধেছে বিতর্ক। বিবেক ও সহ প্রযোজক পল্লবী যোশী দুজনেই দাবি করেছেন, এই ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পল্লবী অকপটে বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবিতে প্রশাসনিক ব্যর্থতা চিত্রায়িত হলেই তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও একহাত নিয়েছেন পল্লবী। News18 Showsha-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী-সহ প্রযোজক বলেছেন, তাঁর আরেকটু সাহসী হওয়া প্রযোজন ছিল।
'আরও পড়ুন ওঁরা ভয় পেয়েই ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ বিবেক পত্নী পল্লবীর
শাশ্বত প্রসঙ্গে কেন এমন কথা বললেন পল্লবী? দ্য বেঙ্গল ফাইলস-এ অভিনয় করেছেন শাশ্বত। কিন্তু, বিতর্কের মাঝে তিনি এক সংবাদমাধ্যমকে বলেছেন ছবির নাম পরিবর্তন সম্পর্কে অবগত ছিলেন না। শুধুমাত্র নিজের চরিত্রটুকু সম্পর্কেই তাঁকে ব্রিফ করা হয়েছিল। যদিও এই কথা অস্বীকার করেছেন পরিচালক বিবেক। সেই প্রসঙ্গেই পল্লবী বলেছেন, 'ও ভয়ে আছে। তাই সিনেমাকে সমর্থন করছেন না। আর ভয়ে থাকলে আপনি কী করবেন? ওঁর বক্তব্য থেকেই স্পষ্ট যে ও ভীত। আমি ভেবেছিলাম ওঁর আরও সাহস থাকবে। কিন্তু ভুল ভেবেছিলাম।'
৫৬ বছর বয়সী পল্লবীর সংযোজন, 'বাংলার অভিনেতা হয়েও শাশ্বত এই সময়ে সিনেমাকে সমর্থন না করাটা অত্যন্ত হতাশাজনক। একজন অভিনেতাকে সিনেমায় নেওয়া হয় তাঁর পেশাগত দক্ষতার জন্য। অভিনেতা হিসেবে সম্মান করি। দীর্ঘ কেরিয়ারে একাধিক ভাল কাজ করেছেন। তিনি তারকা পরিবারের সদস্য। ওঁর বাবা ছিলেন নামী অভিনেতা। আমরা বাংলার রাজনীতি নিয়ে কথা বলেছি, স্ক্রিপ্ট দিয়েছি। এটাও জানিয়েছিলাম সিনেমার নাম দ্য দিল্লি ফাইলস–বেঙ্গল চ্যাপ্টার। পরে হয়তো দ্য বেঙ্গল ফাইলস করা হতে পারে। এটা ওয়ার্কিং টাইটেল। সবই ও জানত।'
আরও পড়ুন'তৃণমূলের শেখানো বুলি বলছেন', 'দ্য বেঙ্গল ফাইলস'-র নাম পরিবর্তন প্রসঙ্গে শাশ্বতর মন্তব্যের পালটা পরিচালক
প্রোপাগণ্ডা ছবি বলেই নাকি এত বিতর্ক! News18 Showsha-কে পল্লবী এই প্রসঙ্গে বলেন, 'আমি আর এসব শুনিই না। একটা বাচ্চা যখন খেলনা পায় না তখন কাঁদতেই থাকে। কিন্তু কখনও কখনও সেটাকে উপেক্ষা করতে হয়। তারপর একটা সময় বাচ্চাটি সেই খেলনার কথা ভুলে যায়। আমি এই পরিস্থিতিকে ওইভাবেই দেখছি। কতদিন আর মিথ্যার জবাব দেওয়া যায়?' তিনি আরও একটি বিষয় স্পষ্ট করে দেন, সিনেমায় গোপাল পাঠাকে অসম্মান করা হয়নি।
আরও পড়ুন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আর্জি, রাষ্ট্রপতিকে আবেদন ভিক্টরের
তাঁর কথায়, 'অসম্মান করার কোনও প্রশ্নই নেই। যে অভিযোগপত্র আমাদের কাছে পাঠানো হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের কাছে প্রমাণ আছে। সিনেমা মুক্তি পেলেই সব পরিষ্কার হয়ে যাবে। লাস্ট বাট নট ইন লিস্ট, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি তাঁর বিতর্কিত ফাইলস ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি। এর আগে তিনি বানিয়েছেন 'দ্য তাশখন্দ ফাইলস' (২০১৯) ও 'দ্য কাশ্মীর ফাইলস'। (২০২২)।