The Bengal Files- Pallavi Joshi: 'গল্পটা যখন বাংলাকে নিয়েই', 'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম পরিবর্তনের কারণ বাতলে দিলেন পল্লবী

The Bengal Files Name Change: কেন ছবির নাম পরিবর্তন করে 'দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার' থেকে 'দ্য বেঙ্গল ফাইলস' রাখা হয়েছে। বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে কারণ বাতলে দিলেন অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবী যোশী।

The Bengal Files Name Change: কেন ছবির নাম পরিবর্তন করে 'দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার' থেকে 'দ্য বেঙ্গল ফাইলস' রাখা হয়েছে। বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে কারণ বাতলে দিলেন অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবী যোশী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

নাম পরিবর্তন প্রসঙ্গে পল্লবী

Delhi Files The Bengal Chapter To The Bengal Files: পল্লবী যোশী একজন প্রতিষ্ঠিত ভারতীয় অভিনেত্রী যিনি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর জন্য বিশেষভাবে পরিচিত। আগামী ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আগে, তিনি বলিউড বাবল-কে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন। সেখানে তিনি ছবি, নিজের চরিত্র এবং অন্য বেশ কয়েকটি বিষয় নিয়ে নিজের বক্তব্য পেশ করেন। পাশাপাশি তিনি জানান কেন ছবির নাম পরিবর্তন করে 'দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার' থেকে 'দ্য বেঙ্গল ফাইলস' রাখা হয়েছে। 

Advertisment

কেন ছবির নাম বদলে 'দ্য বেঙ্গল ফাইলস' করা হল? ছবির নাম পরিবর্তন নিয়ে বিতর্ক প্রসঙ্গে পল্লবী বলেন, 'আমরা নিশ্চিত ছিলাম পার্টিশন নিয়েই ছবি তৈরি করব। আর এটাও জানতাম সেখানে ডিরেক্ট অ্যাকশন ডে আর নোয়াখালির দাঙ্গা থাকবেই। কিন্তু যতক্ষণ না সম্পূর্ণ রিসার্চ আমাদের হাতে এল তখন আমরা জানতাম না যে প্রায় পুরো ঘটনাটাই বাংলায় ঘটেছিল।'

ছবির প্রথম নাম নিয়ে তিনি বলেন পল্লবী? তাঁর বক্তব্য, 'আমাদের ছবির ওয়ার্কিং টাইটেল ছিল দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার। হ্যাঁ, একে বেঙ্গল চ্যাপ্টার-ই বলা হয়েছিল। তখনই আমরা জানতাম যে বাংলার অংশ থাকছে। পরে যখন স্ক্রিপ্ট লেখা হল। তখনও সেই নাম অব্যাহত ছিল। আমি ভেবেছিলাম নামটা যথাযথ, কারণ রাজনীতির সূত্রপাত তো দিল্লি-ই। ওটাই আমাদের রাজধানী।'

Advertisment

কেন নাম বদলানো হল? নাম পরিবর্তন নিয়ে পল্লবীর সংযোজন, 'ব্যক্তিগতভাবে, দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার খুব ভাল লেগেছিল। কিন্তু পরে সকলের মনে হল আমরা অকারণে বিষয়টিকে জটিল করে তুলছি। যখন গল্পটা বাংলাকে নিয়েই তখন নামটা হোক দ্য বেঙ্গল ফাইলস। যেমন দ্য কাশ্মীর ফাইলস ছিল। তাই আমরা নাম পরিবর্তন করি। এই পরিবর্তন শুটিং চলাকালীনই হয়েছিল আর প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী এই বিষয়ে অবগত ছিলেন।'

আরও পড়ুন  'মমতার সরকারের চাপেই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে শাশ্বতর পুরুষত্ব নিয়ে খোঁচা পল্লবীর

তিনি আরও যোগ করেন, 'আরও একটি বিষয় হল স্ক্রিপ্টের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা কাজই শুরু করি না। আমি একজন অভিনেত্রী যদি আমার চরিত্রের গ্রাফটাই না জানা থাকে তাহলে আমি কী ভাবে সেই চরিত্রে অভিনয় করব? আমরা তারকা নয়, অভিনেতা কাস্ট করি। আর অভিনেতারা স্ক্রিপ্ট না পড়ে কখনও হ্যাঁ বলেন না। তাই আমাদের হাতে স্ক্রিপ্ট ছিল না বা শুধু দৃশ্যগুলো দেওয়া হয়েছিল এটা একেবারেই ভুল তথ্য।'

ছবির নির্মাতারা রাজনৈতিক চাপের মুখে পড়েছেন কিনা, সেই প্রশ্নে পল্লবী বলেন, 'চাপ তো ছিল। রাজনৈতিক চাপও নিশ্চয়ই ছিল অনেক। কিন্তু তারপরও আমার মনে হয় আপনারা যে মানের শিল্পী এত ছবি করেছেন অন্তত কিছুটা সাহস থাকা উচিত ছিল। আমি একজন মহিলা হয়ে যে সাহসটা দেখাতে পারছি সেটাই দলবদ্ধভাবে দেখানো উচিত।'

আরও পড়ুন 'ও ভয়ে আছে তাই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে কাকে খোঁচা অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবীর?

The Bengal Files