/indian-express-bangla/media/media_files/2025/09/01/cats-2025-09-01-17-46-37.jpg)
মমতার সঙ্গে আলোচনায় বসতে চান পল্লবী
The Bengal Files-Vivek Agnihotri: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'। আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। তবে পশ্চিমবঙ্গে এই ছবি মুক্তির ভবিষ্যৎ এখন প্রশ্নচিহ্নের মুখে। কারণ এই মুহূর্তের বিতর্কের কেন্দ্রবিন্দুতে 'দ্য বেঙ্গল ফাইলস'। তবে প্রতিটি বিতর্কের সপাট জবাব দিচ্ছেন এই ছবির অভিনেত্রী, বিবেক পত্নী ও সহ প্রযোজক পল্লবী যোশী। ছবি মুক্তির আগে এনডিটিভি-র শিব অরুর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক পল্লবী। ট্রেলার প্রদর্শনের দিন মমতা সরকারের পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছিলেন তারকা দম্পতি। এরপর ছবির বিষয়বস্তু ঘিরে বিতর্ক সৃষ্টি হতেই পশ্চিংবাংলায় দ্য বেঙ্গল ফাইলস মুক্তি বাধাপ্রাপ্ত হচ্ছে। এই রকম পরিস্থিতিতে পল্লবীর বক্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে পল্লবী বলেন, 'আমরা চাই। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে আলোচনায় অংশ নিতে। কারণ আমি বুঝতে পারছি ওঁর রাজনৈতিক মতাদর্শ আলাদা কিন্তু দিনের শেষে উনি একজন ভারতীয় নারী। সর্বোপরি বাঙালি। আমি নিশ্চিত তাঁর পূর্বপুরুষও সেই সব ঘটনার সাক্ষী ছিলেন যা আমরা ছবিতে দেখাচ্ছি। হয়তো তাঁরা ভুক্তভোগী ছিলেন না, কিন্তু কোনও না কোনওভাবে তাঁরা ডাইরেক্ট অ্যাকশন ডে বা নোয়াখালি গণহত্যার সাক্ষী ছিলেন।' তিনি আরও বলেন, 'যদি উনি আমাদের সময় দেন আমরা ছবি দেখাতে প্রস্তুত। উনি ছবিটা দেখে সিদ্ধান্ত নিন। কিন্তু শুধু ট্রেলারের ওপর ভিত্তি করে বা আগের কোনও ছবির কারণে যদি সমস্যা থেকে থাকে তাঁর জন্য এই কাজকে নিষিদ্ধ করা অপ্রাসঙ্গিক। মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা যায় না।'
আরও পড়ুন 'মমতার সরকারের চাপেই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে শাশ্বতর পুরুষত্ব নিয়ে খোঁচা পল্লবীর
পল্লবীর সংযোজন, 'আমি পড়তে ভালোবাসি তাই অনেক কিছুই পড়েছিলাম। কিন্তু ঘটনাগুলো কিভাবে একসূত্রে গাঁথা সেটা জানতাম না। ২০২০ সালে যখন আমরা দ্য কাশ্মীর ফাইলস ছবির শুটিং শুরু করতে যাচ্ছিলাম তখনই কোভিডের প্রথম ঢেউ আসে। তারপর সাত-আট মাস সবাই ঘরে বসে ছিলাম। সেই সময়ই আমাদের গবেষণা শুরু হয়। তখনই আমরা নিশ্চিত হয়েছিলাম যে দেশভাগ নিয়ে একটা ছবি করব। গবেষণা যত এগিয়েছে আমরা বুঝতে পারলাম ডাইরেক্ট অ্যাকশন ডে আর নোয়াখালি অবশ্যই এর অংশ হবে। কারণ দেশভাগের এই দিকটা কেউ দেখায়নি। পাঞ্জাবের দেশভাগ নিয়ে অনেক ছবি হয়েছে, বই লেখা হয়েছে। কিন্তু বাংলাও যে ভাগ হয়েছিল এবং পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল সেটা মানুষের স্মৃতিতে নেই। তাই আমরা চেয়েছিলাম সেই সময়টাকে দর্শকের দরবারে তুলে ধরতে। গবেষণা থেকে উঠে আসা মর্মান্তিক কাহিনীগুলোও আমাদের অনুপ্রাণিত করেছিল।'
আরও পড়ুন 'গল্পটা যখন বাংলাকে নিয়েই', 'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম পরিবর্তনের কারণ বাতলে দিলেন পল্লবী
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বিবেক জানান, পশ্চিমবাংলার সিনেমাহলের মালিকরা ছবি মুক্তিতে নারাজ। হাজার ঝামেলার মাঝেও ছবি নিয়ে আশাবাদী বিবেক অগ্নিহোত্রী। দ্য বেঙ্গল ফাইলস মুক্তির দিন এগিয়ে আসতেই দিল্লি সফরে যান। চিত্তরঞ্জন পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটান। সেই সঙ্গে ছবির সাফল্যের জন্য তিনি কালী মাতা মন্দিরে প্রার্থনা করেন।