/indian-express-bangla/media/media_files/2025/10/16/pankaj-dheer-1-2025-10-16-19-48-08.jpg)
যা বললেন তিনি...
Pankaj Dheer Death: বিখ্যাত অভিনেতা পঙ্কজ ধীর, যিনি বি আর চোপড়ার আইকনিক শো ‘মহাভারত’-এ কর্ণের চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, বুধবার মুম্বাইতে ৬৮ বছর বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শেষমেষ তার মৃত্যু হয়।
মহাভারতে দুর্যোধনের চরিত্রে অভিনয় করা তাঁর ঘনিষ্ঠ বন্ধু পুনীত ইসার একটি সাক্ষাৎকারে জানান, পঙ্কজ শুধু শোতে তার ‘ভাই’ ছিলেন না, বাস্তব জীবনে তাঁদের পরিবারও দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন । পুনীত বলেন, “আজ আমি আমার ভাইকে হারালাম। তিনি একজন অসাধারণ অভিনেতা এবং দারুণ মানুষ ছিলেন।" তাদের বন্ধুত্ব শুধু পর্দার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বাস্তব জীবনের বন্ধনও খুব গভীর ছিল।
পুনীত আরও বলেন, প্রয়াত অভিনেতা কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। একবার সুস্থ হয়েছিলেন, তবে দুর্ভাগ্যবশত গত বছর রোগটি পুনরায় তাঁর শরীরে ফিরে আসে এবং তখন থেকেই চিকিৎসা চলছিল।
পুনীত স্মৃতিচারণ করে বলেন, মহাভারতের সময়ই তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছিল। তারা একে অপরকে ‘পুনীতোস’ ও ‘গোলাপী’ বলে ডাকতেন। মৃত্যুর মাত্র ২০ দিন আগে পুনীত পঙ্কজের সঙ্গে দেখা করেছিলেন। এবং এখনও তিনি শোকের ভারে বাকরুদ্ধ। তিনি জানান, "যত স্মৃতি ভাগ করেছি, সেগুলো এত গভীর, যে কেবলই অনুভব করা যায়।"
পঙ্কজ ধীরের অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাদশাহ’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘জামিন’ এবং জনপ্রিয় টিভি শো ‘সসুরাল সিমর কা’, ‘রাজা কি আয়েগি বারাত’। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে নিকিতিন ধীর এবং পুত্রবধূ কৃতিকা সেঙ্গারকে রেখে গেছেন।
মহাভারতের কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্দায়ও যেন বাস্তব জীবনের উষ্ণতা প্রতিফলিত করত, এমনই ছিলেন পঙ্কজ ধীর – প্রতিভাবান, প্রিয় এবং অমর স্মৃতির একজন অভিনেতা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us