/indian-express-bangla/media/media_files/2025/11/02/cats-2025-11-02-17-33-22.jpg)
প্রয়াত পঙ্কজের মা
Pankaj Tripathi Mother Hemwanti Devi Dies: ২০২৫ সালটা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্য একদিকে যেমন সুখের তেমনই আবার অত্যন্ত দুঃখেরও। চলতি বছরেই ২০২৩ সালে ‘মিমি’ ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কারপ্রাপ্তির জন্য বছরটা সুখের কিন্তু, সেই বছরেরই প্রায় শেষপ্রান্তে শেষে মাতৃহারা হলেন পঙ্কজ ত্রিপাঠী। সুখের মাঝেও ২০২৫ পঙ্কজের জন্য বয়ে আনল বিষাদের সুর। শ্রীমতী হেমবতী দেবীর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেতা। বিহারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পঙ্কজ ত্রিপাঠীর বৃদ্ধা মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। জানা যাচ্ছে কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
পঙ্কজ ত্রিপাঠী পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীমতী হেমবতী দেবী পরিবার-পরিজনদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পঙ্কজ ত্রিপাঠী তাঁর মায়ের শেষ সময়ে পাশে ছিলেন। শোকজ্ঞাপন করে ওই বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে শ্রী পঙ্কজ ত্রিপাঠীর মা, শ্রীমতী হেমবতী দেবী শুক্রবার বিহারের গোপালগঞ্জ জেলার বেলসাঁদে অবস্থিত পারিবারিক বাসভবনে শান্তিতে পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর এবং কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ঘুমের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেযষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পঙ্কজ ত্রিপাঠী সেই মুহূর্তে মায়ের পাশে ছিলেন।'
আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, পিতৃবিয়োগের যন্ত্রণায় কাতর 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী
শনিবার বেলসাঁদে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠ সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুরা। সকলের কাছে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ত্রিপাঠী পরিবার এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোকাহত এবং সকলের কাছে অনুরোধ যেন শ্রীমতী হেমবতী দেবীর আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়। পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে গণমাধ্যম ও শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ জানাচ্ছে যেন এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন এবং তাঁদের শোক প্রকাশের জন্য কিছুটা সময় দেন।'
আরও পড়ুন মাত্র ২৫-এ নিভল জীবন প্রদীপ, ফ্ল্যাট থেকে উদ্ধার 'জামতারা ২' খ্যাত অভিনেতার ঝুলন্ত দেহ
শ্রীমতী হেমবতী দেবী ছিলেন পঙ্কজ ত্রিপাঠীর জীবনের চালিকাশক্তি, অনুপ্রেরণা। অভিনেতা বহুবার উল্লেখ করেছেন যে তাঁর মায়ের কাছ থেকেই তিনি শৃঙ্খলা, বিনয় ও সহানুভূতির শিক্ষা পেয়েছেন। গোপালগঞ্জের এক কৃষক পরিবারে জন্ম নেওয়া পঙ্কজ ত্রিপাঠী বহুবার বলেছেন তাঁর গ্রামের শিকড় এবং সহজ-সরল পারিবারিক পরিবেশই তাঁর চরিত্র ও জীবনদর্শনের ভিত গড়ে দিয়েছে। তাঁর মায়ের মৃত্যুতে সহকর্মী ও অসংখ্য ভক্ত সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। অভিনেতা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও শক্তি প্রেরণ করেছেন।
আরও পড়ুন ছেলের কাছে কাতর আর্জি করলেও মেলেনি একফোঁটা জল, মৃত্যুর কোলে ঢলে পড়েন আরশাদের তৃষ্ণার্ত মা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us