Shefali Jariwala-Parag Tyagi: প্রয়াত স্ত্রীকে বুকে আগলে নিলেন তারকা স্বামী! শেফালির স্মৃতিতে কী করলেন পরাগ? দেখুন ভিডিও

Parag Tyagi Tattooed: স্বশরীরে কাছে না থাকলেও স্ত্রীকে বুকে আগলে রাখার রাস্তা খুঁজে নিলেন। কী করলেন তারকা স্বামী পরাগ ত্যাগী? দেখুন সেই ভিডিও।

Parag Tyagi Tattooed: স্বশরীরে কাছে না থাকলেও স্ত্রীকে বুকে আগলে রাখার রাস্তা খুঁজে নিলেন। কী করলেন তারকা স্বামী পরাগ ত্যাগী? দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Parag Tyagi Tattooed Shefali Jariwala face: দিনটা ছিল ২৭ জুন, শনিবার। কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত! এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড়। শেফালির ভক্ত থেকে সতীর্থদের পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছিল। শেফালি আর নেই, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। দেখতে দেখতে শেফালির না থাকার একমাস পূর্তি। স্বামী পরাগ ত্যাগী আর পোষ্য সিম্বা প্রতি মুহূর্তে শেফালির স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। দেখতে দেখতে অতিক্রান্ত একমাস। এরপরই পরাগ নিয়ে ফেললেন বিরাট সিদ্ধান্ত। স্বশরীরে কাছে না থাকলেও স্ত্রীকে বুকে আগলে রাখার রাস্তা খুঁজে নিলেন। কী করলেন তারকা স্বামী পরাগ ত্যাগী?

Advertisment

বুকে খোদাই করলেন প্রয়াত স্ত্রী শেফালি জারিওয়ালার মুখ। বিশিষ্ট ট্যাটু আর্টিস্ট তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই ট্যাটু করার মুহূর্তটি শেয়ার করেছেন। যে ছবিটি বেডরুমে টাঙানো তারই ট্যাটু বানালেন পরাগ। এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা। পরাগ-শেফালি ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবেই পরিচিত ছিলেন। তাঁদের ভালবাসার মজবুত বন্ধনের কথাও কারও অজানা নয়। তাই আজ শেফালির স্মৃতিতে কাতর পরাগের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীরা।

Advertisment

স্ত্রীর স্মৃতি জীবন্ত রাখতে দাম্পত্যের ছবিতে সাজিয়ে ফেলেছেন গোটা ঘর। শেফালি ছিলেন প্রকৃতিপ্রেমী, তাই তাঁর পছন্দ অনুযায়ী পরাগ বৃক্ষরোপণও করেছেন। রাখি উৎসবে শেফালির ছবির সামনে পোষ্য সিম্বাকে রাখি পরিয়েছেন পরাগ। শেফালির স্বপ্নপূরণও করছেন। এভাবেই প্রতি মুহূর্তে শেফালি বেঁচে রয়েছেন পরাগের মধ্যে। কাঁটা লাগা গার্লের মৃত্যুর পর স্ত্রীর স্বপ্নপূরণের মাধ্যমে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। 

আরও পড়ুন 'দেখতে দেখতে আজ...', শেফালির মৃত্যুর মাসপূর্তিতে আবেগপ্রবণ পোস্টে শ্রদ্ধাঞ্জলি পরাগ ও পোষ্যর

শেফালির ইচ্ছে ছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলার। যেখানে মেয়েদের শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ট্রেনিং দেওয়া হবে। তাই শেফালি জরিওয়ালা রাইজ ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট নামে একটি ফাউন্ডেশনের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন পরাগ ত্যাগী। এছাড়াও একটি ইউটিউবেও একটি চ্যানেল শুরু করেছেন। পডকাস্ট নিয়ে আসছেন। আর এই পডকাস্ট থেকে যে অর্থ আয় হবে তা শেফালির নামে তৈরি ফাউন্ডেশনে বিনিয়োগ করা হবে। 

আরও পড়ুন  '১১ বছর আগে যেদিন প্রথম ...', শেফালির মৃত্যুর পর প্রথম বিবাহবার্ষিকীতে স্মৃতিমেদুর শুভেচ্ছা পরাগের

shefali Jariwala