Shefali Jariwala Death Anniversary: 'দেখতে দেখতে আজ...', শেফালির মৃত্যুর মাসপূর্তিতে আবেগপ্রবণ পোস্টে শ্রদ্ধাঞ্জলি পরাগ ও পোষ্যর

Shefali Jariwala-Parag Tyagi: শেফালি জারিওয়ালার মৃত্যুর একমাস পর হৃদয়বিদারক পোস্টে শেফালির প্রতি শ্রদ্ধাঞ্জলি পরাগের। পোষ্য সিম্বাও তাঁর প্রয়াত মায়ের প্রতি ভালবাসা জানিয়েছে।

Shefali Jariwala-Parag Tyagi: শেফালি জারিওয়ালার মৃত্যুর একমাস পর হৃদয়বিদারক পোস্টে শেফালির প্রতি শ্রদ্ধাঞ্জলি পরাগের। পোষ্য সিম্বাও তাঁর প্রয়াত মায়ের প্রতি ভালবাসা জানিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শেফালিকে শ্রদ্ধাঞ্জলি

Shefali Jariwala Death: আজ থেকে ঠিক একমাসের আগের কথা। দিনটা ছিল ২৭ জুন, শনিবার। কাঁটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত! এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড়। শেফালির ভক্ত থেকে সতীর্থদের পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছিল। শেফালি আর নেই, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। দেখতে দেখতে শেফালির না থাকার একমাস পূর্তি। স্বামী পরাগ ত্যাগী আর পোষ্য সিম্বা প্রতি মুহূর্তে শেফালির স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। স্ত্রীর মৃত্যুর একমাস পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করলেন তারকা স্বামী। যেখানে তাঁদের সন্তান সিম্বা তাঁর মাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে।

Advertisment

Advertisment

সিম্বা-শেফালি-আর পরাগের সন্দর মুহূর্তের কোলাজে অভিনেতা লিখেছেন, 'সিম্বার তরফে মায়ের জন্য ভালবাসা। তুমি এই পৃথিবীর সেরা মা। পরী ওঁর সন্তান সিম্বাকে সবথেকে বেশি ভালবাসে আর সিম্বাও ওঁর মাকে ভীষণ ভালবাসে। দেখতে দেখতে আজ একটা মাস হয়ে গেল সিম্বা তোমাকে দেখতে পাচ্ছে না, তোমার স্পর্শ অনুভব করতে পারছে না। কিন্তু, ও প্রতি মুহূর্তে তোমার উপস্থিতিটা অনুভব করছে। ও বুঝতে পারছে তুমি ওঁর চারপাশে সবসময় আছো। মা তুমি ভাল থেকো। আমি তোমাকে অন্তর থেকে ভালবাসি। আমার মাকে তোমরা ভালবাসায় বেঁধে রেখো। সিম্বা জারিওয়ালা ত্যাগীর তরফে প্রিয় বন্ধুদের অনেক ভালবাসা।'

আরও পড়ুন শেফালির মৃত্যুর একমাস পূর্তির আগেই বিরাট সিদ্ধান্ত, স্ত্রীকে 'জীবন্ত' রাখতে কী করলেন পরাগ?

স্ত্রীর স্মৃতি আগলে রাখতে মৃত্যুর একমাস পূরণের আগেই ঘরের ভোলবদলে নতুনভাবে সাজিয়েছেন পরাগ। শেফালিকে প্রতি নিঃশ্বাসে জড়িয়ে রাখতে কী করলেন পরাগ? স্ত্রীর অনুপস্থিতি যাতে কোনওভাবেই মনকে কষ্ট না দেয় তাই ঘরের প্রতিটি কোণে লাগিয়ে ফেললেন শেফালির ছবি।

আরও পড়ুন প্রয়াত স্ত্রীর ইচ্ছেগুলো বঁচিয়ে রাখতে বিরাট পদক্ষেপ, লাইমলাইটে থাকতে হাতিয়ার শেফালি! পরাগ বললেন..

স্বামী-স্ত্রী আর পোষ্যর সঙ্গে কাটানো শেফালির সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন পরাগ। বাড়ির প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে এখন শেফালির সেই মিষ্টি হাসি। যেদিকেই নজর যাবে শুধুই শেফালি। এভাবেই প্রতি মুহূর্তে প্রাণের চেয়ে প্রিয় মানুষটিকে আগলে রেখেছেন পরাগ। আবেগঘন মুহূর্তের একটি রিলও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। 

আরও পড়ুন মা হওয়ার ইচ্ছের বিরোধীতা, ছুটির দিনে মন খারাপ একাকী পরাগের! দেখুন ভিডিও

death news shefali Jariwala