'গুমনামী' বিতর্কে সৃজিতের পাশে পরমব্রত

ধীনতা দিবসের দিনই প্রকাশ্যে এসেছে 'গুমনামী'-তে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের লুক, প্রশংসাও পেয়েছেন অভিনেতা। কিন্তু এরই মাঝে সৃজিতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নেতাজির ‘ভুল ব্যাখ্যা’ করার।

ধীনতা দিবসের দিনই প্রকাশ্যে এসেছে 'গুমনামী'-তে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের লুক, প্রশংসাও পেয়েছেন অভিনেতা। কিন্তু এরই মাঝে সৃজিতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নেতাজির ‘ভুল ব্যাখ্যা’ করার।

author-image
IE Bangla Web Desk
New Update
param srijit

পরমব্রত চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়।

'গুমনামী'-র টিজার বেরনোর পরই ফের বিতর্কে জড়িয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। জল এতদূর গড়িয়েছে যে তাঁর নামে আইনি নোটিস পর্যন্ত পাঠানো এসেছে। এই সমস্যায় এবার সৃজিতের পাশে দাঁড়ালেন পরমব্রত চট্টোপাধ্যায়। স্বাধীনতা দিবসের দিনই প্রকাশ্যে এসেছে 'গুমনামী'-তে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের লুক, ভূয়সী প্রশংসাও পেয়েছেন অভিনেতা। কিন্তু এরই মাঝে সৃজিতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নেতাজির ‘ভুল ব্যাখ্যা’ করার।

Advertisment

আর এই মর্মেই বেলগাছিয়ার দেবব্রত রায় নামে এক নেতাজি গবেষক আইনি নোটিস পাঠিয়ে বসেছেন পরিচালকে। যদিও সজিতের বক্তব্য, ''নেতাজির অন্তর্ধান রহস্যের এখনও সমাধান সূত্র মেলেনি। মুখার্জি কমিশন থেকে ছোট-বড় নানা তথ্য বারবার উঠে এসেছে।এলাহাবাদের হাইকোর্টের অর্ডার, এইসব নথিপত্র ঘেঁটে চিত্রনাট্য তৈরি। রিসার্চ করে বানানো হচ্ছে। এবার যদি কেউ মামলা করেন, করবেন। চিঠি হাতে আসুক, তারপর আমার আইনজীবী সেইমতো উত্তর দেবেন।”

আরও পড়ুন, মিস শেফালিকে নিয়ে ওয়েব সিরিজে কঙ্কনা সেন শর্মা

এই বিষয়ে সৃজিতের পাশে দাঁড়ালেন অভিনেতা-পরিচালক পরমব্রত। টুইট করে তিনি বলেন, ''নেতাজির অন্তর্ধান রহস্যের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে গুমনামী তৈরি। ছবিটা মুক্তি পেলে দেখুন, ভালবাসুন বা সমালোচনা করুন। কিন্তু আইনি নোটিস কেন? দর্শককে একটু নিজের মতো বিচার করতে দিন।''

Advertisment

gumnami গুমনামী-র লুকে ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন, বিখ্যাত সাইকো থ্রিলারের ভয়ঙ্কর গল্প এবার টেলিপর্দায়

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী থ্রিলার '২২ শে শ্রাবণ'-এর সিক্যুয়েলে কাজ করছেন পরমব্রত। 'দ্বিতীয় পুরুষ'-এ পরমের সঙ্গে রয়েছেন রাইমা সেন। অক্টোবরেই শুটিং শুরু হবে এই ছবি। এদিকে প্রসেনজিতের 'গুমনামী' মুক্তি পাচ্ছে পুজোয়।

prosenjit chatterjee parambarata chatterjee Srijit Mukherji