/indian-express-bangla/media/media_files/2025/04/29/VHapjXBT5eHvzBaNqIpa.jpg)
শৈশবের কোন গল্প স্ত্রীর সঙ্গে শেয়ার করেন?
Parambrata-Piya: আজ থেকে ঠিক ১১ বছর আগে ২৯ এপ্রিল জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মা-কে হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মাঝে এতগুলো বছর কেটে গেলেও মায়ের জায়গাটা কিন্তু আজও শূন্য। সত্যিই তো মায়ের জায়গা কেউ কখনও নিতে পারে!! কাজের হাজার ব্যস্ততা, কাজের প্রয়োজনে কলকাতা থেকে মুম্বইয়ে লাগাতার জার্নি। সবকিছুর মাঝেও মা-কে হারানোর যন্ত্রণা প্রতি মুহূর্তে মনে পড়ে। সোশ্যাল মিডিয়ায় জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো সবসময়ই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। আজকের দিনে মনের ব্যথাটাও প্রত্যেকের সঙ্গে শেয়ার করেছেন। মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরমব্রত লিখেছেন, 'দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, আমার একা হয়ে যাওয়ার দিন৷ যেখানেই থাকো, ভাল থেকো মা...'।
এই বিশেষ দিনগুলোতেই মাকে হারানোর যন্ত্রণাটা সকলের সঙ্গে ভাগ করেন পরমব্রত। কিন্তু, বাড়িতে প্রতি মুহূর্তেই মায়ের কথা উত্থাপন হয়। হারিয়ে যাওয়া ছেলেবেলার স্মৃতিমেদুর গল্পগুলো স্ত্রী পিয়ার সঙ্গে সময় পেলেই শেয়ার করেন। শাশুড়ি মাকে চাক্ষুস দেখার সুযোগ হয়নি। কিন্তু, পরমব্রতর মুখে গল্প শুনে পিয়ার মনে হয়, মা যদি থাকতেন...!! এই কথাগুলো ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন পরম পত্নী পিয়া চক্রবর্তী। তিনি আরও বলেন, 'মা আমাদের মধ্যে না থেকেও যেন সর্বদাই রয়ে গিয়েছেন। ও আমার সঙ্গে মায়ের অনেক কথা শেয়ার করে। ছেলেবেলায় মায়ের হাত ধরে স্কুল থেকে ফেরা, একটু বড় হওয়ার পর সিনেমা নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করা এগুলো নিয়ে প্রায়ই কথা হয়।'
কিছুদিনের মধ্যে নিজেই মাতৃত্বের স্বাদ উপভোগ করবেন পিয়া। পরমব্রত কখনও পিয়াকে তাঁর মায়ের মতো হওয়ার কথা বলেন? তারকা পত্নী উত্তরে বলেন, 'না, সেটা আমাকে কখনও বলে না। তবে মা থাকলে আমাদের দুজনের খুব জমত সেটা সবসময় বলে।' প্রসঙ্গত, অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেনশর্মা পরমব্রতর পোস্টে হৃদয়ের ইমোজি দিয়ে পরমব্রতর মনে সাহস জুগিয়েছেন। এছাড়াও সতীর্থ-অনুগামীরা প্রত্যেকেই কমেন্ট বক্সে পরমব্রতর ব্যথার সমব্যথী হয়েছেন।
আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে কাজ করেছি, যে টোকেন মানি পেতাম সেটা আমি ওয়াকার্সদের মধ্যে বিলিয়ে দিতাম: রাখি গুলজার
এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর লেটেস্ট ছবি 'কিলবিল সোসাইটি'। যা বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। তার আগেই পরমব্রতর নির্দেশনায় 'এই রাত তোমার আমার'-ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এখন মুক্তির অপেক্ষায় পরমব্রত পরিচালিত নতুন সিরিজ 'ভোগ'। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র। এছাড়াও আগামী ৩০ মে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে 'সোনার কেল্লায় যকের ধন'। যেখানে আরও একবার দেখা যাবে পরমব্রত-কোয়েল মল্লিক জুটিকে।
আরও পড়ুন: 'তোমায় ছাড়া আমি কতখানি অচল...', কাছের মানুষকে হারানোর যন্ত্রণায় কাতর পরমব্রত