Piya Chakraborty Baby Bump Pic:আর মাত্র কয়েকটা দিন। লক্ষ্মীছানার পদধূলির পড়ার অপেক্ষায় চাটুজ্জে পরিবার। মা-বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। প্রেগন্যান্সি পিরিয়ডটা দারুণ উপভোগ করছেন হবু মা। শরীরের ভিতর বাড়ন্ত ছোট্ট প্রাণকে সঙ্গী করেই রুটিন মেনে কাজকর্মও করছেন পিয়া।
পরমের সঙ্গে আদুরে মুহূর্তের একটি ছবি ভাগ করে জীবনের সবচেয়ে বড় আনন্দকে সকলের সঙ্গে বাগ করে নিয়েছিলেন মম টু বি পিয়া চক্রবর্তী। তারকা পত্নীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল বেবি বাম্পের প্রথম ঝলক। তবে সেটি অবশ্য কোনও ফটোশুটের ছবি নয়। পিয়ার সহকর্মী রত্নাবলী রায় ছবিটি পোস্ট করে পিয়াকে ট্যাগ করেছেন।
উড বি মাম্মির বেবি বাম্পে কান পেতে ছোট্ট সোনার হৃদস্পন্দন শুনছেন। ছবির উপরে লিখেছেন, 'শীঘ্রই দিদা হতে চলেছি।' ছবি পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা। হবু মা-কে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। পিয়ার চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট। হালকা আকাশী রঙের লং গাউনের সঙ্গে কানে ম্যাচিং দুল আর মুখে মিষ্টি হাসি। পিয়ার লুকের এই স্নিগ্ধতাই বারবার হৃদয় স্পর্শ করে তাঁর ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় পিয়া। মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই বেবি বাম্পের ছবির দেখার অপেক্ষায় ছিল অনুরাগীরা। অবশেষে সেই স্বাদ পূরণ করলেন পিয়া।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখছেন পরমব্রত। কাজের ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাচ্ছেন হবু মা-সন্তানের সঙ্গে কাটাচ্ছেন অভিনেতা-পরিচালক। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে পিয়া বলেছিলেন, 'পরম তো এমনিতেই খুব ব্যস্ত থাকে। তার মধ্যেও সময় বের করছে। আমাকে মেন্টাল সাপোর্ট দিতেই সবসময় আমার পাশে থাকার চেষ্টা করছে। আমরা দুজনেই কাজের জন্য বাইরে থাকি। তাই সবসময় বাড়ির কোনও কাজ যদি করতে হয় তাহলে দুজনে মিলেমিশে করি। এখন আমাকে একটু বেশি প্যাম্পার করছে। সব মিলিয়ে এই মুহূর্তটা খুব এনজয় করছি।'
আরও পড়ুন: 'একসঙ্গে যখন দেখলাম ছোট্ট প্রাণটা...', কী ভাবে অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নিচ্ছেন পরমব্রত?