/indian-express-bangla/media/media_files/2024/10/20/FXZKRS0MRsaaWHUMFq0g.jpg)
মা হচ্ছেন সোনম?
Sonam Kapoor 2nd Child: উৎসবের মরশুমে টিনসেল টাউনে খউসির আমেজ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অন্তঃসত্ত্বার খবরে সিলমোহর দিয়েছেন ভিকি ঘরনি ক্যাটরিনা কইফ। এবার কাপুর পরিবারেও নতুন সদস্যের পদধূলি পড়ার কানাঘুষো। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউডের গ্ল্যাম ডিভা সোনম কাপুর। এই মুহূর্তে অভিনয় থেকে দূরেই রয়েছেন সোনম। সিনেমা নিয়ে চর্চায় না থাকলেও লাইমলাইট ছিনিয়ে ছিল ব্যক্তিগতজীবন। পিঙ্কভিলা-এর এক প্রতিবেদন অনুযায়ী, অনিল কাপুরের মেয়ে সোনম বর্তমানে দু'মাসের অন্তঃসত্ত্বা। খুব শীঘ্রই হয়ত তিনি আনুষ্ঠানিকভাবে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন।
কাপুর কন্যার ঘনিষ্ঠ সূত্রের দাবি, অনিল কাপুর ও আনন্দ আহুজার পরিবার এখন আনন্দের জোয়ারে ভাসছে। গত অগাস্টে সোনম-আনন্দ তাঁদের একমাত্র পুত্র সন্তান বায়ুর তিন বছরের জন্মদিন উদযাপন করেছেন। সেই সঙ্গে সেলেব মম সোনম একটি আবেগঘন বার্তায় লিখেছিলেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট সোনা। তুমি সবসময়ই এমন কৌতূহলী, দয়ালু, চিন্তাশীল আর এইরকমই মিষ্টি থেকো। আমি চাই তোমাকে সবসময় ভালবাসা, সংগীত আর আনন্দ ঘিরে থাকুক। মা তোমাকে খুব ভালোবাসে।'
আরও পড়ুন 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার
আদরের নাতির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করেন দাদু অনিল কাপুর। ছোট্ট সোনাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'শুভ জন্মদিন বায়ু! তুমি আমাদের জীবনে আসার পর থেকে আমাদের হৃদয় আনন্দ আর ভালবাসায় ভরে গিয়েছে। সোনম, আনন্দ, নানি, দাদি, দাদা, রিয়া মাসি, করণ আর আকি তোমার চারপাশে ভালবাসার আবহ তৈরি করেছে, যা আমাকে আরও গর্বিত করে। ভগবানের আশীর্বাদে এইরকম বাবা-মায়ের সান্নিধ্য আর পরিবার পেয়ে তুমি ধন্য।'
২০১৮ সালের মে মাসে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। দীর্ঘদিন সম্পর্কে থাকার চার হাত এক করে জীবনের নতুন জার্নি শুরু করেন। ২০২২ সালের আগস্টে দুই থেকে তিন হন সোনম-আনন্দ। বেবি বাম্প প্রদর্শন করে রাজকীয় প্রেগন্যান্সি ফটোশ্যুটে মাত দিয়েছিলেন সোনম কাপুর। এবারেও নতুন কোন চমক দেন তারই অপেক্ষায় সোনমের অনুগামীরা। প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনসালীর 'সাওয়ারিয়া' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক সোনমের। এরপর একাধিক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন সোনম। পরবর্তী ছবি 'Battle for Bittora'।
আরও পড়ুন তিন মাসের অন্তঃসত্ত্বা! কবে ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান?