Independence day Songs: দেশপ্রেমের গানে মাতোয়ারা হৃদয়, এক নজরে দেখে নিন বলিউডের দেশাত্মবোধক গানের তালিকা

Patriotic Songs: ১৫ অগাস্ট, স্বাধীনতাদিবসে দেশপ্রেমের আবেগ যদি অনুভব করতে চান তবে বলিউডের এই দেশাত্মবোধক গানগুলি আপনার প্লেলিস্টে রাখতে পারেন।

Patriotic Songs: ১৫ অগাস্ট, স্বাধীনতাদিবসে দেশপ্রেমের আবেগ যদি অনুভব করতে চান তবে বলিউডের এই দেশাত্মবোধক গানগুলি আপনার প্লেলিস্টে রাখতে পারেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Patriotic Bollywood songs: যে কোনও অনুষ্ঠানে সংগীত যোগ করে এক অন্য মাত্রা। স্বাধীনতাদিবসও তার ব্যতিক্রম নয়। ভারতের স্বাধীনতার দিন অর্থাৎ ১৫ অগাস্ট উপলক্ষ্যে বলিউডে এমন কিছু দেশাত্মবোধক গান তৈরি হয়েছে যা স্বাধীনতা সংগ্রামের যুগে যখন ভগত সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, রানি লক্ষ্মীবাই, মহাত্মা গান্ধী প্রমুখ দেশের জন্য আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। এক নজরে দেখে নিন সেই রকম কিছু গান। 

Advertisment

আরও পড়ুন যুদ্ধ পরিস্থিতিতে ডানা মেলেছে ভালবাসা! দেশভাগের আবহে সেরা ৫ দেশাত্মবোধক প্রেমের ছবি

অ্যায় ওয়াতন 

 আলিয়া ভাট অভিনীত রাজি  ছবির এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সুর দিয়েছেন শান্তনু মৈত্র ও শঙ্কর-এহসান-লয়। দেশপ্রেমের আবেগে ভরপুর এই গানটি নতুন প্রজন্মের মনে দাগ কাটে।

মেরে দেশ কি ধরতি

Advertisment

১৯৬৭ সালে মুক্তি পেয়েছিল উপকার। মনোজ কুমার অভিনীত ও মহেন্দ্র কাপুরের কণ্ঠে এই গান কৃষিভিত্তিক ভারতের গৌরব তুলে ধরে। স্বাধীনতা দিবসের দিন দেশাত্মবোধক গানের তালিকায় নিঃসন্দেহে উঠে আসে ছয়ের দশকের এই কালজয়ী গান।

ইয়ে দেশ হ্যায় বীর জওয়ানো কা

দীলিপ কুমার, বৈজন্তীমালা, অজিত সহ কিংবদন্তিদের মিলিত অভিনয়ের ফসল নয়া দৌর। মহম্মদ রফি ও বালবীরের কণ্ঠে ছবির এই গান স্বাধীন ভারতের সংস্কৃতি ও বৈচিত্র্যের প্রশংসা করে।

অ্যায় মেরে ওয়াতান কে লোগোঁ

১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গানটি গেয়েছিলেন প্রবাদপ্রতীম শিল্পী লতা মঙ্গেশকর। ১৯৬৩ সালের ২৭ জানুয়ারি রামলীলা ময়দানে লতার কণ্ঠে এই গান শোনা মাত্রই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চোখে জল এসে গিয়েছিল।

হ্যায় প্রীত যাহা কি রীত সদা 

১৯৭০ সালের সিনেমা পুরব অউর পশ্চিম-এ ক্যাল্যাণজি-আনন্দজির সুরে মহেন্দ্র কাপুরের কণ্ঠে এই গান যুগে যুগে সমাদৃত। মনোজ কুমার এই গানে অভিনয়ের মাধ্যমে  ভারতীয় সংস্কৃতিকে আরও গৌরবান্বিত করে তুলেছেন। 

মা তুঝে সালাম 

এ.আর. রহমানের গাওয়া এই গানটি স্বাধীনতাদিবসের এক অনন্য সংগীত হিসেবে নজির গড়েছে। 

অ্যায় মেরে প্যায়ারে ওয়াতন 

ছয়ের দশকের কালজয়ী ছবি কাবুলিওয়ালা। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মান্না দে'র কণ্ঠে ও গুলজারের লেখা এই গানে রয়েছে স্বাধীনতার এক আবেগঘন দেশপ্রেমের সুর। যা স্বাধীনতা দিবসের জন্য উপযুক্ত একটি গান হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন মন্দির সংলগ্ন দোকান থেকে কেন একাধিক মদের বোতল কিনলেন গোবিন্দার স্ত্রী? দেখুন ভিডিও

Bollywood News Independence Day 2025