Bollywood-Tirupati: মৃত্যুমুখ থেকে ফিরল ছেলে, ধর্মের পরোয়া না করেই তিরুপতিতে চুল দান অভিনেতার রাশিয়ান স্ত্রীর...

কিন্তু যে ঘটনা চোখে পড়ার মত, সেটা হল তাঁর স্ত্রী আন্না লেঝনেভা সম্প্রতি তিরুপতি-তিরুমালা মন্দিরে তাঁর চুল দান করেছেন। এবং বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

কিন্তু যে ঘটনা চোখে পড়ার মত, সেটা হল তাঁর স্ত্রী আন্না লেঝনেভা সম্প্রতি তিরুপতি-তিরুমালা মন্দিরে তাঁর চুল দান করেছেন। এবং বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
  Pawan Kalyan’s wife Anna shaves her hair due to son health update

যা করলেন অভিনেতার স্ত্রী... Photograph: (ফাইল চিত্র )

Bollywood-Tirupati: কিছুদিন আগেই জানা গিয়েছিল অভিনেতা এবং রাজনীতিবিদ পবন কল্যাণের ছেলে, তিনি অগ্নিকান্ডে গুরুতর বিপদে পড়েছেন। ৮ বছরের শিশুপুত্রটির জন্য, উদ্বেলিত হয়ে পড়েন বাকিরা এবং পবন কল্যাণের ভক্তরা। তারপর তাঁকে নিয়ে আশা হয় এদেশে। পবনের ( Pawan Kalyan ) এই সন্তান তাঁর তৃতীয় স্ত্রীর তরফে। রবিবার যখন ছেলেকে নিয়ে ফেরেন তিনি, তখন সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বং কন্যা। 

Advertisment

কিন্তু যে ঘটনা চোখে পড়ার মত, সেটা হল তাঁর স্ত্রী আন্না লেঝনেভা সম্প্রতি তিরুপতি-তিরুমালা মন্দিরে তাঁর চুল দান করেছেন। এবং বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ছেলের সুস্থিতা কামনাতেই যে তিনি এই কাজ করেছেন, একথা পরিস্কার। আসলে বছর ৮ এর ছেলেটি সিঙ্গাপুরের স্কুলে পড়াশোনা করেন। এবং হঠাৎ এহেন খবরে যে চিন্তার ভাঁজ পড়েছিল, সেকথা জানা গিয়েছিল সুত্র মারফত। 

আরও পড়ুন  -   Lopamudra Mitra: 'আসলে আমি জাতীয় স্তরে কোনও পুরস্কার পাইনি', কোন প্রসঙ্গে একথা বললেন লোপামুদ্রা?

এবারও, সুত্র মারফত জানা যাচ্ছে, ছেলে নিরাপদে থাকার প্রতিক্রিয়া হিসেবে আন্না এই মস্তক মুন্ডন করেছিলেন। সেদিন তাঁর সন্তান বেঁচে গেলেও অন্য এক বাচ্চা ঘটনার ভয়ঙ্কর শিকার হন। আন্না তিরুপতিতে যাওয়ার পরই নৈবেদ্য প্রদান এবং দর্শনের দৃশ্য ভাইরাল হয়। এবং একজন খ্রিস্টান কীভাবে এই আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তা নিয়েও মন্তব্য করা হয়েছিল। পবন কল্যাণের জনসেনা পার্টির এক সরকারী বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে আন্না পদ্মাবতী কল্যাণ কাট্টায় তার চুল উৎসর্গ করেছেন এবং আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

Advertisment

তিরুমালা তিরুপতি দেবস্থানম এবং জনসেনা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, আন্না, যিনি একজন রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান, ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি তার বিশ্বাসের কথা স্বীকার করে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। এরপর, তিনি মন্দির পরিদর্শন করেন, চুল উৎসর্গ সহ বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ঐতিহাসিক মন্দিরের সুপ্রভাত সেবায়  নাম লেখান।

আরও পড়ুন  -  Uttam Kumar: 'কই আমার হিরো?' মহানায়কের ছেলের বিয়েতে গিয়ে কী বলেছিল…

সিঙ্গাপুরে দুর্ঘটনার সময় 'তাৎক্ষণিক ও সহায়ক প্রতিক্রিয়া'র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর কার্যালয়কে ধন্যবাদ জানিয়ে পবন সিঙ্গাপুরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। "এই চ্যালেঞ্জিং সময়ে আমার পরিবারকে অপরিসীম শক্তি জোগানোর জন্য আপনার সুচিন্তিত ও সহানুভূতিশীল হস্তক্ষেপকে আমি আবারও ধন্যবাদ জানাই। এই কঠিন সময়ে আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বিভিন্ন রাজনৈতিক দল, জনসেনা পার্টি, নেতা, জনসৈনিক, শুভাকাঙ্ক্ষী, চলচ্চিত্র জগতের সদস্য, বন্ধুবান্ধব এবং বিশ্বজুড়ে সমর্থকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।"

Pawan Kalyan Tirupati Temple Bollywood Actor bollywood