Advertisment

অনেকদিন পর ফিরল 'ফাগুন বউ', রইল টিআরপি সেরা দশ তালিকা

Bengali Television TRP: সেরার সেরা কৃষ্ণকলি তবে এবারের ১৫+ আরবান টিআরপি তালিকায় বেশ অনেক সপ্তাহ পরে সেরা দশে আবারও স্থান করে নিল স্টার জলসা-র ধারাবাহিক ফাগুন বউ।

author-image
IE Bangla Web Desk
New Update
Phagun Bou is back on 15+ Urban TRP best list

'ফাগুন বউ'-তে ঐন্দ্রিলা সেন। ছবি সৌজন্য: স্টার জলসা

Bengali Television TRP: গত বছর স্টার জলসা-র যে কয়েকটি ধারাবাহিক দীর্ঘদিন ১৫+ আরবান টিআরপি সেরা দশে থেকেছে, তার মধ্যে অন্যতম 'ফাগুন বউ'। তবে বিগত বেশ কয়েক সপ্তাহ এই রেটিং চার্টের সেরা দশ তালিকা থেকে বাদ পড়েছিল এই ধারাবাহিক। এই মুহূর্তে সার্বিকভাবেই জি বাংলার ধারাবাহিকের রেটিং বেশি তার কারণ ওই চ্যানেলের জিআরপি-ও বাকি চ্য়ানেলগুলির থেকে বহুগুণ বলা যায়। তাই সেরা দশে জি বাংলার ধারাবাহিকের জয়জয়কার এখনও অব্য়াহত। শীর্ষে এখনও 'কৃষ্ণকলি' (৯.৪) এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে সেই 'করুণাময়ী রাণী রাসমণি' (৮.৬) ও 'জয় বাবা লোকনাথ' (৭.৩)।

Advertisment

বেশ কয়েক মাস ধরেই এই তিনটি ধারাবাহিক শীর্ষ তিনে রয়েছে এবং এই সেরা দশ তালিকার চতুর্থ স্থানটিতে প্রায় পাকাপাকি জায়গা করে নিয়েছে 'ত্রিনয়নী' (৬.৯)। পঞ্চম স্থানে বেশ কয়েক সপ্তাহ ধরেই জবর টক্কর দেখা যাচ্ছে 'বকুলকথা' ও 'নকশিকাঁথা'-র মধ্য়ে। ২০১৮-তে যে ধারাবাহিকগুলি শুরু হয়েছিল, তার মধ্যে 'নকশিকাঁথা' প্রথম থেকেই ভাল রেটিং বজায় রেখেছে। গত সপ্তাহে পঞ্চম স্থানে থাকলেও এই সপ্তাহে 'নকশিকাঁথা' রয়েছে ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন: ইউরোপ থেকে আগেই ফিরতে হল রিজওয়ানকে

তবে 'বকুলকথা' (৬.৬) ও 'নকশিকাঁথা'-র মধ্যে রেটিংয়ের তারতম্য খুব একটা বেশি নয়। মাত্র ০.১-এর পার্থক্য। এইটুকু পার্থক্যের কারণেই এই সপ্তাহে পঞ্চম স্থানটি দখল করল 'বকুলকথা'। আবার আগামী সপ্তাহে যুগ্মভাবে দুটি ধারাবাহিক পঞ্চম স্থানে থাকে নাকি 'বকুলকথা' এই স্থানটি ধরে রাখে, সেই নিয়ে কৌতূহল থাকবে অবশ্যই। নীচে রইল এই সপ্তাহের সেরা দশের বাকি ধারাবাহিক ও তার রেটিং--

ষষ্ঠ-- 'নকশিকাঁথা' (৬.৫)

সপ্তম-- 'নেতাজি' (৫.৮)

অষ্টম-- 'ফাগুন বউ' (৫.৫)

নবম-- 'ভানুমতীর খেল' (৫.৩)

দশম-- 'জয়ী' (৫.২)

আরও পড়ুন: ‘ব্যাডবয়’ হয়েই মিঠুনপুত্র আসছেন বলিউডে

এই রেটিং তালিকা অনুযায়ী এই সপ্তাহে স্টার জলসা-র সেরা পাঁচ ধারাবাহিকগুলি হল--

প্রথম-- 'ফাগুন বউ' (৫.৫)

দ্বিতীয়-- 'দেবী চৌধুরাণী' (৫.০)

তৃতীয়-- 'কে আপন কে পর' (৪.৫)

চতুর্থ-- 'বিজয়িনী' (৩.৫)

পঞ্চম-- 'মহাপীঠ তারাপীঠ' (৩.৪)

Bengali Serial Bengali Television TRP
Advertisment