শাস্ত্রীয় সঙ্গীতে নক্ষত্রপতন, ভারত হারাল এক কিংবদন্তিকে

ব্যক্তিগত জীবনে, ১৯৪৪ সালে তিনি রাভু প্রধ্যুম্ন কৃষ্ণমহিপতি সূর্য রাওকে বিয়ে করেছিলেন। তাদের দুই পুত্র ছিলেন- গোপালকৃষ্ণ এবং ভেঙ্কটকৃষ্ণ। রাও বালাসারস্বতীর মৃত্যু ভারতীয় সংগীত ও চলচ্চিত্র জগতে এক বিরল যুগান্তকারী তারকা হারানোর সমান।

ব্যক্তিগত জীবনে, ১৯৪৪ সালে তিনি রাভু প্রধ্যুম্ন কৃষ্ণমহিপতি সূর্য রাওকে বিয়ে করেছিলেন। তাদের দুই পুত্র ছিলেন- গোপালকৃষ্ণ এবং ভেঙ্কটকৃষ্ণ। রাও বালাসারস্বতীর মৃত্যু ভারতীয় সংগীত ও চলচ্চিত্র জগতে এক বিরল যুগান্তকারী তারকা হারানোর সমান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
balasaraswathi-devi-2025-10-639669508e0288068b5bb92773efa005

না ফেরার দেশে কিংবদন্তি...

Rao Balasaraswati Death: বালাসারস্বতী অল ইন্ডিয়া রেডিওতে প্রথম ‘লাইট মিউজিক’ গায়ক হিসেবে নাম করেন, প্রশংসা কুড়িয়েছিলেন এবং ১৯৩০ ও ১৯৪০-এর দশকে তেলুগু ও তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। অভিনয় ও গানের মধ্যে ভারসাম্য বজায় রেখে তিনি পরবর্তীতে পুরোপুরি সংগীতকে নিজের জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেন।

Advertisment

তেলুগু সিনেমার প্রথম প্লেব্যাক গায়িকা হিসেবে খ্যাত রাও বালাসারস্বতী বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) হায়দরাবাদে বার্ধক্যজনিত কারণে প্রয়াণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ছয় বছর বয়সে আত্মপ্রকাশ করা এই গায়িকা তেলুগু, তামিল, কন্নড় এবং হিন্দি ভাষায় ২,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন। তিনি এস. রাজেশ্বর রাও, সি. আর. সুব্বুরামন, কে. ভি. মহাদেবন, সুসারলা দক্ষিণামূর্তি, রমেশ নাইডু ও বিশ্বনাথন-রামমূর্তির মতো, কিংবদন্তি সংগীত পরিচালকসহ অসংখ্য প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করেছেন।

১৫ বছর বয়সে জাতীয় পুরস্কার, এই কিংবদন্তির অকাল প্রয়াণ বড় ক্ষতি ভারতীয় সিনেমায়, যা হয়েছিল...

Advertisment

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি তাঁর প্রয়াণকে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন। একই সঙ্গে, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী, পবন কল্যাণ তাঁকে প্রথম প্রজন্মের গায়িকা ও অভিনেত্রী হিসেবে স্মরণ করেছেন। তাঁর কথায়, তিনি এমন এক শিল্পী, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন। বালাসারস্বতীর শাস্ত্রীয় এবং আধুনিক সংগীতে বিশেষ দক্ষতা ছিল, যা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একটি যুগান্তকারী প্রভাব ফেলেছে।

Bengali Serial TRP: ফের বেঙ্গল টপার এই ধারাবাহিক, খেতাব হারাল চিরদিনই তুমে যে আমার

ব্যক্তিগত জীবনে, ১৯৪৪ সালে তিনি রাভু প্রধ্যুম্ন কৃষ্ণমহিপতি সূর্য রাওকে বিয়ে করেছিলেন। তাদের দুই পুত্র ছিলেন- গোপালকৃষ্ণ এবং ভেঙ্কটকৃষ্ণ। রাও বালাসারস্বতীর মৃত্যু দক্ষিণ ভারতীয় সংগীত ও চলচ্চিত্র জগতে এক বিরল যুগান্তকারী তারকা হারানোর সমান। তিনি শুধু তার কণ্ঠস্বর ও অভিনয় নয়, বরং এক জীবনের মাধ্যমে বহু প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। 

singer Entertainment News Today