/indian-express-bangla/media/media_files/2025/10/21/modi-2025-10-21-10-55-08.png)
কী বলছেন মোদি তাঁর প্রয়াণে?
Narendra Modi - Asrani: প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি, তাঁর অনন্য কমিক টাইমিং দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে হাসিয়েছিলেন। গতকাল উৎসবের দিন-ই দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ের জুহুর আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতার প্রয়াণে গোটা বলিউড এবং তাঁর অগণিত ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আসরানির ম্যানেজার বাবু ভাই থিবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, বোন ও ভাগ্নে। একইদিন সন্ধ্যায় সান্তাক্রুজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অভিনেতার মৃত্যুতে দেশের শীর্ষ মহল থেকেও শোকবার্তা এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) লিখেছেন-
“শ্রী গোবর্ধন আসরানি জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন প্রতিভাবান বিনোদনকারী ও বহুমুখী শিল্পী, যিনি প্রজন্মের পর প্রজন্ম, দর্শকদের আনন্দ দিয়েছেন। তাঁর অবিস্মরণীয় অভিনয় চিরকাল হৃদয়ে বেঁচে থাকবে।”
Deeply saddened by the passing of Shri Govardhan Asrani Ji. A gifted entertainer and a truly versatile artist, he entertained audiences across generations. He particularly added joy and laughter to countless lives through his unforgettable performances. His contribution to Indian…
— Narendra Modi (@narendramodi) October 21, 2025
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও শোক প্রকাশ করে বলেছেন- “প্রখ্যাত অভিনেতা আসরানি জির মৃত্যুতে গভীর শোকাহত। তিনি তাঁর সারা জীবন, ভারতীয় চলচ্চিত্রকে উৎসর্গ করেছেন এবং অসংখ্য মানুষকে হাসিয়ে লক্ষ লক্ষ হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ঈশ্বর তাঁর পরিবার ও অনুরাগীদের এই গভীর ক্ষতি সহ্য করার শক্তি দিন। ওম শান্তি।”
Asrani Passed Away: শেষ সময়ে মোটেই ভাল ছিলেন না? বড় রহস্য ফাঁস করলেন আসরানির ম্যানেজার
বলিউডের সহকর্মীরাও শ্রদ্ধা জানিয়েছেন। অক্ষয় কুমার, কাজল, আয়ুষ্মান খুরানা, অনুপম খের, জ্যাকি শ্রফ এবং আদনান সামি-সহ বহু তারকা সোশ্যাল মিডিয়ায় আসরানির কালজয়ী অভিনয়, সরলতা ও সংক্রামক হাস্যরসের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তাঁর প্রয়াণে শেষ হল এক সোনালি অধ্যায়, যা বলিউডের কমেডি জগতকে আজও অনুপ্রাণিত করে চলেছে।