Pooja Bhatt-Mahesh Bhatt: মদ্যপ মহেশকে বারান্দায় তালাবন্দি প্রথম স্ত্রী কিরণের, তারপর...? স্মৃতিচারণ করে পূজা যা বললেন...

Mahesh Bhatt: মদ্যপ অবস্থায় প্রতিদিন বাড়ি ফেরা মানতে পারেননি মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাট। বারান্দায় তালা বন্ধ করে রেখেছিলেন। তারপর যা ঘটেছিল...। স্মৃতিচারণ করে কী বললেন মহেশ কন্যা পূজা?

Mahesh Bhatt: মদ্যপ অবস্থায় প্রতিদিন বাড়ি ফেরা মানতে পারেননি মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণ ভাট। বারান্দায় তালা বন্ধ করে রেখেছিলেন। তারপর যা ঘটেছিল...। স্মৃতিচারণ করে কী বললেন মহেশ কন্যা পূজা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
wqeqwe

মদ্যপ অবস্থায় বন্দি ছিলেন মহেশ

Mahesh Bhatt Wife Kiran: বলিউডের সফল পরিচালকদের মধ্যে অন্যতম জিসম খ্যাত পরিচালক মহেশ ভাট। পূজা ভাটের পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ড্যাডি কুল। প্রথম স্ত্রী লরেন ব্রাইট ওরফে কিরণ ভাট প্রসঙ্গে অনেক অজানা কথা শেয়ার করেছেন। প্রেমের সূত্রপাত বা দাম্পত্যে অশান্তি সব কিছু নিয়েই অকপট মহেশ ভাট। পূজা ভাটের পডকাস্ট The Pooja Bhatt Show-এ কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পরিচালক। কথোপকথনের সময় এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মেয়ে যেন বিচারকের আসনে। 

Advertisment

মহেশ ভাট আর পূজা ভাটের মধ্যে প্রথমে ব্যক্তিগতজীবন নিয়ে আবেগপ্রবণ কথাবার্তা চলতে থাকে। শৈশবের স্মৃতিচারণ করে পূজা জানান, মদ্যপ অবস্থায় মহেশ ভাটকে বারান্দায় তালাবদ্ধ করে দিয়েছিলেন মা কিরণ ভাট। সেই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বললেন, 'যখন আমরা সিলভারস্যান্ডসে ছিলাম একদিন রাতে তুমি মাতাল অবস্থায় বাড়ি ফিরে বারান্দায় চলে গিয়েছিল। এটা আমার মায়ের জন্য ছিল এক দুঃস্বপ্নের রাত। তাই তোমাকে সেখানে তালাবদ্ধ করে দিয়েছিল। তখন কড়া সুরে বলছিলে, কিরণ, পূজা, আমাকে ভিতরে ঢুকতে দাও। আমাদের বাড়ির পিছনে যেতেহু মহাসাগর তাই কণ্ঠস্বর ঢেউয়ের গর্জনের সঙ্গে মিলিয়ে গিয়েছিল। সেটা এখনও আমার স্মৃতিতে একদম স্পষ্ট।”

আরও বলেন রক্তে লেখা প্রেমপত্র-দেশলাইয়ের আলোতে প্রেম! প্রথম স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্তের স্মৃতিচারণ মহেশ ভাটের

Advertisment

পূজা আরও যোগ করেন, 'আমি দাঁড়িয়ে দরজা খোলার চেষ্টা করেছিলাম আর মা বলেছিল,তুমি যাবে না এটি মোটেই ভালো জিনিস নয়। প্রতিদিন মদ্যপান ভাল নয়। ওঁর শিক্ষা পাওয়া উচিত।' আমি বলেছিলাম, যদি তুমি পড়ে যাও? মা সঙ্গে সঙ্গে বলেছিল, তুমি সবসময় তোমার বাবার পাশে থাকো। আমি মনে করি আমি সবসময় তোমার পাশে ছিলাম। যদিও আমি আমার মায়ের সঙ্গে ঝগড়ার সময় আহত হয়েছিলাম এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তুমি আমাকে ফোন করেছিলে আর চিৎকার করে বলেছিলে ও (পূজা) সর্বদা তোমার প্রথম পছন্দ। এটা শুনে আমি নিজেকে আর সামলাতে পারিনি। আমি আমার ছয়টি প্লাস্টিক ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছিলাম যার মধ্যে আমার জামাকাপড় ছিল। সেই সময় আমি তোমাকে একজন ভাল মানুষ হিসাবে প্রথমবার দেখেছিলাম।'

আরও পড়ুন বিরাট অস্ত্রোপচার-পেট ধরে অতিকষ্টে হাঁটছেন, হাসপাতালের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ বিগ বস গার্লের

The Pooja Bhatt Show-এ পূজা মহেশ ভাটকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করেন। অতীত হাতড়ে সোনি রাজদানের সঙ্গে মহেশের বিয়ের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। একই সাক্ষাৎকারে মহেশ ভাট কেঁদে ফেলেন যখন পূজা স্মরণ করান, তিনি কী ভাবে সোনি রাজদানের সঙ্গে সম্পর্কের কথা জেনেছিলেন। পূজা বলেন, 'আমি দেখেছিলাম তুমি আমার খাটের ধারে বসে আছো। আমাকে জানাচ্ছো যে তোমার সোনির সঙ্গে পরিচয় হয়েছে। তাঁকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে যাচ্ছ। আমি এই ঘটনায় গর্বিত কারণ তুমি আমাকে আমার মাকে জানানোর আগেই আমাকে জানিয়েছিলে।'

Mahesh Bhatt