Advertisment

লকডাউন আমান্য করায় গ্রেফতার পুনম পাণ্ডে

করোনা ভাইরাসের ফলে দেশ জুড়ে চলা লকডাউন অমান্য করায় অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে একটি এফআইআর দায়ে করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুনম পাণ্ডে। ফোটো- ইনস্টাগ্রাম

রবিবার মডেল-অভিনেত্রীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। করোনা ভাইরাসের ফলে দেশ জুড়ে চলা লকডাউন অমান্য করায় এই পদক্ষেপ বলে জানিয়েছেন আধিকারিকরা।

Advertisment

মেরিন ড্রাইভ পুলিশ পুনম পাণ্ডে এবং তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, কোনও কারণ ছাড়াই তাঁর গাড়ি করে মেরিন ড্রাইভে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি।

আরও পড়়ুন, তেমন হলে রোডিজ-এর জার্নি হবে অনলাইনেই: রণবিজয় সিংহ

সিনিয়প পুলিশ ইন্সপেক্টর মৃত্যু়ঞ্জয় হীরেমাঠ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ''পুনম পাণ্ডে ও শ্যাম আহমেদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ (মারণ রোগ ছড়ানোর ব্যাপারে অবহেলাসূচক কাজ) এবং ১৮৮ ধারায় এবং জাতীয় দুর্যোগ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।''

View this post on Instagram

Guys I heard I got arrested, While I was having a movie marathon last night.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

আরও পড়ুন, বিবাহবার্ষিকীতেই খুশির খবর, সন্তানসম্ভবা শুভশ্রী

সূত্রের খবর, তাদের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই প্রথম নয় আগেও নানা কারণে খবরের শিরোনামে এসেছেন পুনম। শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রার কোম্পানির বিরুদ্ধে চুক্তি বিভ্রাটের অভিযোগে বম্বে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন পুনম।

সম্প্রতি, নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে গ্রেফতারির কথা অস্বীকার করেছেন পুনম। তিনি বলেছেন, গতকাল রাতে তিনি ম্যারাথন সিনেমা দেখেছেন। তাঁর গ্রেফতার হওয়ার খবর ভিত্তিহীন।

Read the full story in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Lockdown
Advertisment