দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এবার না ফেরার দেশে আরেক অভিনেতা। সিনেমা এবং টেলিভিশনের নানা চরিত্রে তিনি বহু পারদর্শিতা দেখিয়েছেন। এবং জানা যাচ্ছে তিনি পাড়ি দিয়েছেন পরলোকে। বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি। প্রসঙ্গে অভিনেতা লুৎফি লাবিব। কী হয়েছিল তাঁর? মিশরীয় এই অভিনেতা হলিউডে ও নানা প্রজেক্টে কাজ করেছে। যা জানা যাচ্ছে...
মিশরের সিনে বোর্ডের সদস্য মুনির মাখরাম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মাত্র একদিন আগেই সিন্ডিকেটের প্রধান আশরাফ যাকে জানিয়েছিলেন লাবিবকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। সকলে তার জন্য প্রার্থনা করছেন এমনটাই বলেছিলেন তিনি। এমনকি এও জানিয়েছিলেন যে অভিনেতা জরুরী চিকিৎসার প্রয়োজন আছে। প্রয়োজন ছিল মেডিকেল বোর্ডের হস্তক্ষেপের। কিন্তু, শেষরক্ষা হল না। এই অভিনেতা দীর্ঘদিন রোগের সঙ্গে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ফেললেন নানা রোগের সঙ্গে লড়াই করার পর।
Bollywood: একাধিকবার গর্ভপাত, স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলেন, মাত্র ২৮-এ অভিনেত্রীর জীবন...
মিশরীয় শিল্পী সম্প্রদায় এবং তার ভক্তরা, তার।প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। তাঁর সহকর্মী থেকে পরিচালক প্রত্যেকেই, তাকে একজন উদার মানুষ হিসেবে জানতেন। অভিনেতা, কতটা নৈপুণ্যের সঙ্গে কাজ করতেন কিংবা শট দিতেন একথাও তারা বারবার বলেছেন তার মৃত্যুর পর। চলচ্চিত্র এবং টেলিভিশনে, দুই জায়গাতেই তিনি যেন অসাধারণ নজর কেড়েছিলেন। এক দশকেরও বেশি সময় ধরে চলা তার সফল ক্যারিয়ারে, লাবিব ১০০টিরও বেশি চলচ্চিত্র ও প্রায় ৩০টি টেলিভিশন সিরিজের মাধ্যমে আরব বিনোদন জগতকে সমৃদ্ধ করেছেন। তিনি মিশরীয় চলচ্চিত্রের কিংবদন্তি আদেল ইমাম-এর মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন এবং বিশেষভাবে প্রশংসিত হয়েছেন সহ-অভিনেতা হিসেবে তার দক্ষতার জন্য।
Bangladeshi Model Arrested: টলি পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযো…
‘দ্য এম্বাসি ইন দ্য বিল্ডিং’ সিনেমায় তিনি এক ইসরায়েলি রাষ্ট্রদূতের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন, যেখানে রাজনৈতিক রসবোধের সঙ্গে দক্ষ অভিনয়ের মিশেলে চরিত্রটি হয়ে ওঠে স্মরণীয়। লাবিব শুধুমাত্র বর্ষীয়ান শিল্পীদের সঙ্গেই নয়, বরং নতুন প্রজন্মের তারকাদের সঙ্গেও সমান দক্ষতায় কাজ করেছেন। এছাড়াও, সম্প্রতি তিনি ইয়াহিয়া এল ফাখারানি-র সঙ্গে একটি টেলিভিশন প্রজেক্টে অংশ নেন, যার মাধ্যমে প্রমাণ হয় যে তিনি এখনও সমান প্রাসঙ্গিক এবং সক্রিয়।
তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারাই আল প্রিমো’, যেখানে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোহাম্মদ হেনেদি ও ঘাদা আদেল-এর সঙ্গে।